আনচেলত্তির অভিষেক ম্যাচে ব্রাজিলের ড্র

বাসস
প্রকাশ: ০৬ জুন ২০২৫, ১৬:৪৫ আপডেট: : ০৬ জুন ২০২৫, ১৬:৫১


ঢাকা, ৬ জুন ২০২৫ (বাসস) : ব্রাজিলের ডাগ আউটে কার্লো আনচেলত্তির অভিষেক ভাল হলোনা। শুক্রবার দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের সাথে গোলশুন্য ড্র করেছে সেলেসাওরা।

ইতোমধ্যেই বিশ্বকাপের টিকেট পাওয়া বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জুলিয়ান আলভারেজের একমাত্র গোলে সান্টিয়াগোতে চিলিকে ১-০ ব্যধানে পরাজিত করেছে। এই জয়ে ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লিওনেল স্কালোরির দলের শীর্ষস্থান নিশ্চিত হলো। অন্যদিকে ১০ দলের টেবিলের তলানিতে থাকা চিলির আর কোন আশা থাকলোনা।

৬৫ বছর বয়সী ইতালিয়ান আনচেলত্তি ইউরোপীয়ান মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলে যোগ দেন। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্ব দিয়ে তার ব্রাজিলের অভিষেক হয়েছে। এসি মিলান ও চেলসির সাবেক এই কোচ ব্রাজিলে ডোরিভাল জুনিয়রের স্থলাভিষিক্ত হয়েছেন। মার্চে বাছাইপর্বে আর্জেন্টিনার কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হবার পর ডোরিভালকে ছাঁটাই করে ব্রাজিল। 

২৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা ইকুয়েডরের সাথে ড্র করে ২২ পয়েন্ট পাওয়া ব্রাজিল চতুর্থ স্থানেই থাকলো। 

দিনের আরেক ম্যাচে মার্সেলো বিয়েসলার উরুগুয়েকে ২-০ গোলে পরাজিত করেছে প্যারাগুয়ে। এই জয়ে ইকুয়েডরের সাথে সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকলো প্যারাগুয়ে। 

ব্রাজিলের বিপক্ষে জয়ী হতে পারলে বিশ্বকাপের দ্বারপ্রান্তে পৌঁছে যেত ইকুয়েডর। কিন্তু স্টেডিয়াম ভর্তি স্বাগতিক দর্শকদের সামনে শেষ পর্যন্ত পেরে উঠেনি। তার উপর নিয়মিত গোলরক্ষক হার্নান গালিনডেজ ম্যাচ শুরুর আগে অনুশীলনে পেশীর টানের কারনে দল থেকে ছিটকে গেলে ইকুয়েডরের দু:শ্চিন্তা আরো বাড়ে। তড়িঘড়ি করে গনজালো ভালেকে প্রথমবারের মত জাতীয় দলে খেলাতে বাধ্য হন কোচ সেবাস্টিয়ান আন্দ্রেস। 

পুরো ম্যাচে রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র অনেকটাই শান্ত ছিলেন। রডরিগো অনুপস্থিতিতে ব্রাজিলের আক্রমনভাগ খুব একটা জ্বলে উঠতে পারেনি। ৭৫ মিনিটে ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ নষ্ট করেন ভিনি। বামদিন থেকে ভিনিসিয়াসের কাটব্যাকে আনচেলত্তির ডাকে জাতীয় দলে ফেরা ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ক্যাসেমিরোর সাইড ফুটের শট সহজেই তালুবন্দী করেন ভালে। 

এদিকে এস্তাদিও ন্যাসিওনালে ১৬ মিনিটে থিয়াগো আলমাডার এ্যাসিস্টে এ্যাথলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার আলভারেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৫৭ মিনিটে লিওনেল মেসি বদলী বেঞ্চ থেকে মাঠে নামেন। আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বেশ কিছু শট রুখে দিয়ে আর্জেন্টিনাকে রক্ষা করেছেন। লুকাস সেপেডার শট পোস্টে না লাগলে সমতায় ফিরতে পারতো চিলি। 

দক্ষিণ আমেরিকান অঞ্চল থেকে শীর্ষ ৬টি দল সরাসরি বিশ্বকাপের টিকেট পাবে। সপ্তম স্থানে থাকা দলটি আন্ত:মহাদেশীয় প্লে—অফে খেলার সুযোগ পাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০