নয় গোলের রোমাঞ্চকর ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ফাইনালের টিকেট পেল স্পেন

বাসস
প্রকাশ: ০৬ জুন ২০২৫, ১৭:০২

ঢাকা, ৬ জুন, ২০২৫ (বাসস) : তরুন প্রতিভা লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের নৈপুন্যে সেমিফাইনালে ফ্রান্সকে ৫-৪ গোলে পরাজিত করে নেশন্স লিগের ফাইনাল নিশ্চিত করেছে স্পেন। ফাইনালে তাদের প্রতিপক্ষ ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পর্তুগাল।

গতকাল অনুষ্ঠিত ম্যাচে ইয়ামার করেছেন জোড়া গোল। উইলিয়ামসের কাছ থেকে এসেছে এক গোল ও এক এ্যাসিস্ট। তরুই এই দুই উইঙ্গার মিলে ফ্রান্সের রক্ষনভাগকে এলোমেলো করে দিয়েছেন।

মিকেল মেরিনো ও পেড্রি ইউরো ২০২৪ চ্যাম্পিয়নদেও হয়ে স্কোরশিটে নাম লিখিয়েছেন। দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। এক পর্যায়ে স্পেন ৫-১ গোলে এগিয়ে ছিল। কিন্তু হঠাৎ করেই ফ্রান্স ম্যাচে ফিরে আসে। রায়ান ছেকরির গোলের পর স্পেন একটি আত্মঘাতি গোল দিয়েছে। এরপর স্টপেজ টাইমে রানডাল কোলো মুয়ানি এক গোল করলেও পরবর্তীতে এই গোলগুলো ফ্রান্সের আর কোন কাজে আসেনি। 

১৭ বছর বয়সী ইয়ামাল ম্যাচ শেষে বলেছেন যোগ্য দল হিসেবেই ফ্রান্স জয়ী হয়েছে। তিনি বলেন, ‘এটা একটি অসাধারন ম্যাচ ছিল। শেষভাগে ফ্রান্স অনেকটাই এগিয়ে এসেছিল। কিন্তু আমরা আজ দুর্দান্ত খেলেছি।’

আগামী রোববার মিউনিখে ফাইনালে পর্তুগালের মুখোমুখি হবে স্পেন। দিনের শুরুতে স্টুটগার্টে ব্রোঞ্জ পদকের জন্য স্বাগতিক জার্মানীর মুখোমুখি হবে ফ্রান্স। 

শুরুতে ফ্রান্স কিছুটা বিপদজনক হয়ে উঠেছিল। কোচ দিদিয়ের দেশ্যম এমবাপ্পের তুলনায় আক্রমনভাগে ওসমানে ডেম্বেলের উপর বেশী ভরসা রেখেছিলেন। পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয়ী ডেম্বেলে শুরুতেই এমবাপ্পের জন্য সুযোগ তৈরী করেছিলেন। কিন্তু রিয়াল মাদ্রিদ সুপারস্টার সেই সুযোগ নষ্ট করেন। মিনিটখানেক পর থিও হার্নান্দেজের দুরপাল্লার শট ক্রসবারের উপর দিয়ে বাইরে চলে গেলে এগিয়ে যাওয়া হয়নি স্পেনের। 

২২ মিনিটে মিকেল ওয়ারজাবালের এ্যাসিস্টে উইলিয়ামন স্পেনকে এগিয়ে দেন। তিন মিনিট পর আবারো ফরাশি রক্ষনভাগকে ফাঁকি দিয়ে ওয়ারজাবালের পাসে মেরিনো ফরাশি গোলরক্ষক মাইক মেইগনানকে পরাস্ত করেন। বিরতির ঠিক আগে অল্পের জন্য অফসাইডের কারনে ফ্রান্স গোল পায়নি। 

বিরতির পর নিজের আদায় করা পেনাল্টি থেকে স্পেনকে ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে দেন ইয়ামাল। পরের মিনিটে উইলিয়াসের পাসে পেড্রি আরো এক গোল করেন। ৫৯ মিনিটে এমবাপ্পে স্পট কিক থেকে এক গোল পরিশোধ করেন। ৬৭ মিনিটে ইয়ামাল নিজের দ্বিতীয় গোল করেন। অভিষিক্ত বদলী খেলোয়াড় ছেকরির দুরপাল্লার শটে ফ্রান্স আরো এক গোল পরিশোধ করে। ৮৪ মিনিটে ড্যানিয়েল ভিভিয়ানের আত্মঘাতি গোলে ফ্রান্স ম্যাচে ফিরে আসার ইঙ্গিত দেয়। শেষ পর্যন্ত স্টপেজ টাইমে কোলো মুয়ানির হেডের গোলে ফ্রান্স আরো এক গোল পরিশোধ করলেও তা কার্যত কোন কাজে আসেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বগুড়ায় বিপুল পরিমাণ পলিথিন জব্দ, আটক ১
রামপুরা ব্রিজে লরির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব পেয়েছে হামাস: ফিলিস্তিনি কর্মকর্তা
কাউখালী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক গ্রেপ্তার
পঞ্চগড়ে যৌথ বাহিনীর অভিযানে ১২ জুয়াড়ি আটক
সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
গাইবান্ধায় ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন করবেন স্থানীয় সরকার উপদেষ্টা
লক্ষ্মীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালিও আলোচনা সভা
রাশিয়ায় গানপাউডার কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২০
ওয়াকিটকিতে দেয়া সিএমপি কমিশনারের বার্তা ফাঁস: কনস্টেবল গ্রেফতার
১০