নতুন কোচ হিসেবে গাসপেরিনিকে নিয়োগ দিল রোমা

বাসস
প্রকাশ: ০৭ জুন ২০২৫, ১৭:২৯

ঢাকা, ৭ জুন, ২০২৫ (বাসস) : ইতালিয়ান জায়ান্ট রোমার নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন গিয়ান পিয়েরো গাসপেরিনি। আটালান্টায় দীর্ঘ নয় বছর সফলতার সাথে কাজ করার পর অবশেষে ঠিকানা পরিবর্তন করলেন গাসপেরিনি।

৬৭ বছর বয়সী গাসপেরিনি তিন বছরের চুক্তিতে রোমায় যোগ দিয়েছেন। তার অধীনে আটালান্টা গত বছর ইউরোপা লিগের শিরোপা জয় করেছিল। 

গাসপেরিনি বলেছেন জুভেন্টাসের পরিবর্তে তিনি রোমাকে পছন্দ করেছেন। কারন তিনি বিশ্বাস করেন এই ক্লাবে নিজেকে আরো পরিনত করার সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে।

এ সম্পর্কে তিনি বলেন, ‘এই ক্লাব আমাকে আশ্বস্ত করেছে। কারন এটা অনেক বড় একটি চ্যালেঞ্জ। আমার এখন বড় চ্যালেঞ্জের প্রয়োজন। একইসাথে এখানে আমি নতুনভাবে নিজেকে প্রমান করতে চাই। আমার বিশ্বাস সবকিছু অর্জনের মত পরিবেশ এই ক্লাবের রয়েছে।’

একইসাথে গাসপেরিনি বলেছেন রোমায় তার প্রথম দায়িত্ব হচ্ছে আক্রমনাত্মক কৌশল দিয়ে সমর্থকদের মন জয় করা। যদিও ক্লাব তার কাছ থেকে আরো বেশী কিছু আশা করে। 

সর্বশেষ ২০১৮ সালে রোমা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়েছিল। এবার ক্লডিও রানেইরির অধীনে অল্পের জন্য সেই সুযোগ হাতছাড়া হয়েছে। সিরি-এ লিগে রোমা পঞ্চম স্থানে থেকে লিগ শেষ করেছে। 

রোমা তাদের ওয়েবসাইটে বলেছে, ‘গাসপেরিনির ক্যারিয়ার সৃষ্টিশীল কৌশল, প্রতিশ্রুতি ও কঠোর পরিশ্রম দ্বারা চিহ্নিত হয়। একইসাথে তার মধ্যে ভিন্ন মানের খেলোয়াড় তৈরীরও গুন আছে। মালিকপক্ষ এবং রানেইরি উভয়ই বিশ্বাস করে এই মুহূর্তে গাসপেরিনি এই পদের জন্য যোগ্য ব্যক্তি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০