মে মাসের সেরা খেলোয়াড় মোহাম্মদ ওয়াসিম

বাসস
প্রকাশ: ০৮ জুন ২০২৫, ১৮:২৮

ঢাকা, ৮ জুন, ২০২৫ (বাসস) : মে মাসের সেরা খেলোয়াড় হিসেবে সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমের নাম ঘোষনা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক টি২০ সিরিজ জয়ে অবদান রাখার জন্যই ওয়াসিম মাস সেরা হয়েছেন।

এই প্রাপ্তিতে তিনি পিছনে ফেলেছেন স্কটল্যান্ডের ব্র্যান্ডন ম্যাকমুলেন ও যুক্তরাষ্ট্রের মিলিন্দ কুমারকে। 

এনিয়ে দ্বিতীয়বারের মত মাস সেরার পুরস্কার জয় করলেন ২৯ বছর বয়সী ওয়াসিম। এর আগে ২০২৪ সালের এপ্রিলে তিনি আইসিসির মাসসেরা ক্রিকেটার হয়েছিলেন। 
অভিজ্ঞ এই ওপেনারের কৃতিত্বে বাংলাদেশের বিপক্ষে আরব আমিরাত ২-১ ব্যবধানে সিরিজ জয় করে। আইসিসি পূর্ণ সদস্যভূক্ত কোন দেশের বিপক্ষে এটাই আরব আমিরাতের প্রথম টি২০ সিরিজ জয়। 

প্রতিক্রিয়া জানাতে গিয়ে ওয়াসিম বলেছেন, ‘দ্বিতীয়বারের মত আইসিসি’র মাসসেরা খেলোয়াড় হতে পেরে আমি দারুন আনন্দিত। মে মাসে আমরা ঐতিহাসিক সিরিজ জয় করেছি। পুরো দলের কঠোর পরিশ্রমের ফসল এই পুরস্কার। বিশেষ করে তরুণ ও অভিষিক্ত খেলোয়াড়রা দারুনভাবে পুরো সিরিজে নিজেদের এগিয়ে নিয়ে গেছে।’

তিন ম্যাচের টি২০ সিরিজে ওয়াসিম ১৬৬.৬৬ স্ট্রাইক রেটে টানা দুই হাফ সেঞ্চুরিসহ ১৪৫ রান সংগ্রহ করেছেন। প্রথম ম্যাচে তিনি ৩৯ বলে ৫৪ রান সংগ্রহ করেছিলেন। ম্যাচটিতে আরব আমিরাত ২৭ রানে পরাজিত হয়। দ্বিতীয় ম্যাচে তার করা ৪২ বলে ৮২ রানে ভর করে স্বাগতিকরা ২০৫ রানের টার্গেট তাড়া করতে সমর্থ হয়। ওয়াসিম সিরিজ সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতিসহ দুইজন কারাগারে
বিভিন্ন অপরাধে রাজধানীতে ২৬ জন গ্রেফতার
বিমান বাহিনীর ইলিশ সংরক্ষণ অভিযান
উদ্ধার কার্যক্রমে স্থানীয় নৌকা ব্যবহারের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি : ত্রাণ উপদেষ্টা
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
১০