পরাজিত স্পেন এখন বিশ্বকাপে নজড় দিবে : স্প্যানিশ কোচ

বাসস
প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১৬:৪০ আপডেট: : ০৯ জুন ২০২৫, ১৭:৩৯

ঢাকা, ৯ জুন, ২০২৫ (বাসস) : নেশন্স লিগের ফাইনালে পর্তুগালের কাছে পরাজিত হবার পর স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তে বলেছেন তার দল ইতোমধ্যেই বিশ্বকাপ নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছে। 

এ সম্পর্কে ডি লা ফুয়েন্তে বলেন, ‘এই মুহূর্ত থেকে আমরা পরবর্তী বিশ্বকাপ নিয়ে ভাবছি, যেটা আমাদের মূল লক্ষ্য। যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি তাতে আমি নিশ্চিত ভবিষ্যতে এই দলটি অনেকদুর যাবে। আমাদের দল সবসময়ই জয়ের পজিশনে থাকে। এই দলের সকলের মধ্যে অনেক বেশী প্রতিশ্রুতি রয়েছে। সবসময়ই আমরা জয়ের খুব কাছাকাছি পৌঁছে যাই।’

স্পেন ফাইনালে দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি। নির্ধারিত সময়ের ম্যাচটি ২-২ গোলে ড্র হবার পর পেনাল্টিতে স্পেন ৫-৩ গোলে পরাজিত হয়। দুই দলই প্রথম তিনটি পেনাল্টিতে সফল হবার পর স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো মোরাতা তার সুযোগটি হাতছাড়া করেন। এরপর রুবেন নেভেস পর্তুগালের হয়ে জয়সূচক শটটি নেন। 

ডি লা ফুয়েন্তে বলেছেন তিনি এই দল নিয়ে গর্বিত। 

২০২৩ সালে নেশন্স লিগের শিরোপা জিতেছিল স্পেন। এরপর ইউরো ২০২৪ শিরোপা ঘরে তুলে। ইউরো বাছাইপর্বে ২০২৩ সালের মার্চে স্কটল্যান্ডের কাছে হারার পর গতকালকের ফাইনাল ছিল প্রথম কোন আন্তর্জাতিক ম্যাচে স্পেনের পরাজয়। 

স্পেনের তরুণ দলটি আরো একবার সকলকে আকৃষ্ট করেছে। তবে নেশন্স লিগের ফাইনালে আবারো প্রমান হয়েছে স্পেন দলটি মিডফিল্ডার পেড্রির উপর অনেকটাই নির্ভরশীল। বৃহস্পতিবার ফ্রান্সের বিপক্ষে ৫-৪ গোলে সেমিফাইনালে জয়ের ম্যাচটিতে পেড্রি গোল করেছিলেন। গতকাল বার্সেলোনার এই মিডফিল্ডার ম্যাচের শেষভাগে বদলী বেঞ্চে চলে গিয়েছিলেন। 

স্প্যানিশ কোচ স্বীকার করেছেন দীর্ঘ মৌসুম কাটিয়ে তার খেলোয়াড় বেশ পরিশ্রান্ত হয়ে পড়েছে। একইসাথে তিনি অবশ্য পর্তুগালের প্রশংসা করেছেন, ‘পর্তুগাল সবকিছুই দারুনভাবে শেষ করেছে। তাদের এমন অনেক খেলোয়াড় রয়েছেন যাদের সর্বোচ্চ পর্যায়ে খেলার অভিজ্ঞতা রয়েছে।’

অভিজ্ঞ মোরাতা পেনাল্টি মিস করলেও তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ডি লা ফুয়েন্তে বলেছেন, সে একজন সত্যিকারের চ্যাম্পিয়ন এবং আমাদের দলের জন্য একটি বেঞ্চমার্ক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পঞ্চগড়ে যৌথ বাহিনীর অভিযানে ১২ জুয়াড়ি আটক
সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
গাইবান্ধায় ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন করবেন স্থানীয় সরকার উপদেষ্টা
লক্ষ্মীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালিও আলোচনা সভা
রাশিয়ায় গানপাউডার কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২০
ওয়াকিটকিতে দেয়া সিএমপি কমিশনারের বার্তা ফাঁস: কনস্টেবল গ্রেফতার
লক্ষ্মীপুরে দুই মামলায় ২ জন গ্রেপ্তার 
নাটোরে দুই ব্যবসায়ীকে জরিমানা
তুরস্কের গ্যালিপোলিতে দাবানল, সাতটি গ্রাম খালি করা হয়েছে 
রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজারে আন্তর্জাতিক সম্মেলন শুরু ২৫ আগস্ট
১০