কোচ লুসিয়ানো স্পালেত্তিকে ছাঁটাই করলো ইতালি

বাসস
প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১৭:২৫ আপডেট: : ০৯ জুন ২০২৫, ১৭:৪৪

ঢাকা, ৯ জুন ২০২৫ (বাসস) : ইতালি জাতীয় দলের কোচের পদ থেকে লুসিয়ানো স্পালেত্তিকে ছাঁটাই করেছে দেশটির ফুটবল ফেডারেশন। স্পালেত্তি নিজেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। নরওয়ের বিপক্ষে শুক্রবার বিশ্বকাপ বাছাইপর্বে ৩-০ গোলের পরাজয়ের পর স্পালেত্তির বিদায় অনেকটাই অনুমেয় ছিল। যদিও মলডোভার বিপক্ষে ম্যাচে স্পালেত্তিই কোচের দায়িত্ব পালন করবেন। 

মলডোভার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে স্পালেত্তি বলেছেন, ‘ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি গ্যাব্রিয়েল গ্রাভিনার সাথে গতকাল রাতে আমার আলোচনা হয়েছে। তিনিই আমাকে জানিয়েছেন জাতীয় দলের দায়িত্ব থেকে আমাকে অব্যাহতি দেয়া হয়েছে। আমার নিজের পক্ষ থেকে দল ছাড়ার কোন ইচ্ছা ছিলনা। তার পরিবর্তে বরং আমি পদে থেকে নিজের দায়িত্ব পালন করতে চেয়েছি। সোমবারের ম্যাচে মলডোভার বিপক্ষে আমি ডাগ আউটে থাকবে। এরপর আমার সাথে চুক্তি বাতিল হয়ে যাবে।’

দুই বছরেরও কম সময়ের মধ্যে স্পালেত্তি তার চাকরি হারালেন। ২০২৩ সালের সেপ্টেম্বরে রবার্তো মানচিনির স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি। তার অধীনে ইতালি ইউরো ২০২৪’এ খেলেছে। কিন্তু সেখানে হতাশাজনক পারফরমেন্সের পরই স্পালেত্তি বেশ চাপে ছিলেন। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে গত বছর জার্মানীতে খেলতে গিয়েছিল আজ্জুরিরা। আলবেনিয়া বিপক্ষে প্রথম ম্যাচে জয়লাভের পর স্পেনের কাছে পরাজিত ও ক্রোয়েশিয়ার সাথে ড্র করে শেষ ১৬ নিশ্চিত করে। যদিও নক আউট পর্বের প্রথম ম্যাচেই সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে পরাজিত হয়ে বিদায় নিতে হয়। 

নেশন্স লিগেও যাত্রাটা অবশ্য ভালই হয়েছিল। ফ্রান্সকে এ্যাওয়ে ম্যাচে ৩-১ গোলে পরাজিত করার পর ঘরের মাঠে লেস ব্লুজদের কাছে পরাজিত হয়ে গোল ব্যবধানে পিছিয়ে ফ্রান্সের পরে থেকে গ্রুপ পর্ব শেষ করে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জার্মানীর কাছে সান সিরোতে ২-১ গোলে পরাজিত হয়েছিল ইতালি। ডর্টমুন্ডে অবশ্য প্রথমার্ধের তিন গোলে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়েও ড্র নিয়ে মাঠ ছাড়ে। দুই লেগ মিলিয়ে শেষ পর্যন্ত বিদায় নেয় ইতালি। 

নরওয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ে এবার আর ফিরে আসতে পারেনি স্পালেত্তির দল। এই পরাজয়ে ইতোমধ্যেই সরাসরি চূড়ান্ত পর্বের টিকেট পাওয়া কঠিন হয়ে গেছে আগের দুই বিশ্বকাপে খেলতে না পারার ইতালির।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বগুড়ায় বিপুল পরিমাণ পলিথিন জব্দ, আটক ১
রামপুরা ব্রিজে লরির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব পেয়েছে হামাস: ফিলিস্তিনি কর্মকর্তা
কাউখালী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক গ্রেপ্তার
পঞ্চগড়ে যৌথ বাহিনীর অভিযানে ১২ জুয়াড়ি আটক
সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
গাইবান্ধায় ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন করবেন স্থানীয় সরকার উপদেষ্টা
লক্ষ্মীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালিও আলোচনা সভা
রাশিয়ায় গানপাউডার কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২০
ওয়াকিটকিতে দেয়া সিএমপি কমিশনারের বার্তা ফাঁস: কনস্টেবল গ্রেফতার
১০