ঘরের মাঠে বেশ কিছু সিরিজের ভেন্যু পরিবর্তন করলো বিসিসিআই

বাসস
প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১৭:৩৪ আপডেট: : ০৯ জুন ২০২৫, ১৯:৫৭

ঢাকা, ৯ জুন, ২০২৫ (বাসস) : ২০২৪-২৫ ঘরোয়া মৌসুমের বেশ কিছু সূচী ও ভেন্যু পরিবর্তণ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এর মধ্যে পুরষ ও নারী আন্তর্জাতিক ম্যাচ ছাড়াও এ’ দলের বেশ কিছু ম্যাচ রয়েছে। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টটি নতুন সূচী অনুযায়ী অক্টোবরে কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে। এর আগে এই ম্যাচটি নয়া দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আয়োজিত হবার কথা ছিল। একইসাথে ১৪-১৮ নভেম্বর পর্যন্ত দিল্লিতে অনুষ্ঠিতব্য দক্ষিণ আফ্রিকা বনাম ভারতের মধ্যকার প্রথম টেস্টের ভেন্যু হিসেবে কলকাতার নাম ঘোষনা করা হয়েছে।

নারী ক্রিকেট ক্যালেন্ডারে সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে ম্যাচটি চেন্নাইতে অনুষ্ঠিত হচ্ছেনা। মাঠ ও আউটফিল্ডের সংষ্কারের কারনে তামিল নাড়ু ক্রিকেট এসোসিয়েশন বিসিসিআইকে কোন ধরনের ম্যাচ আয়োজনে অপারগতার কথা জানিয়েছে। ২০২৬ পুরুষ টি২০ বিশ্বকাপকে সামনে রেখে এমএ চিড়াবারাম স্টেডিয়াম প্রস্তুতির কাজ চলছে। 

এর ফলে নারীদের ওয়ানডে সিরিজটি দিল্লি ও চন্ডিগড়ে সড়িয়ে নেয়া হয়েছে। নিউ চন্ডিগড়ের নব নির্মিত পিসিএ স্টেডিয়ামে প্রথম দুটি ম্যাচ ও তৃতীয় ও ফাইনাল ম্যাচটি অরুণ জেচটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই সিরিজটি ১৪-২০ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। 

এদিকে ভারত ও দক্ষিণ আফিকার এ’ দলের মধ্যকার সিরিজটি ব্যাঙ্গালুরুর এম. চিন্নস্বামী স্টেডিয়াম থেকে সড়িয়ে রাজকোটের সুরাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে নেয়া হয়েছে। ব্যাঙ্গালুরুতে নারী বিশ্বকাপের ওপেনিং ও ফাইনাল ম্যাচসহ আরো বেশ কিছু ম্যাচ আয়োজিত হবে। যে কারনে প্রস্তুতির অংশ হিসেবে এই স্টেডিয়ামে এই মুহূর্তে আর কোন ম্যাচ আয়োজন করতে চাচ্ছেনা সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর
কুমিল্লায় সড়ক ক্ষতিগ্রস্ত করায় ট্রাক মালিককে জরিমানা
সেপ্টেম্বরে বিজিবির অভিযানে ১৭১.৬ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ
আন্ত:বাহিনী অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু
১০