সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে শমিত, বাদ জামাল ভূঁইয়া

বাসস
প্রকাশ: ১০ জুন ২০২৫, ১৯:০৫ আপডেট: : ১০ জুন ২০২৫, ২০:২০

ঢাকা, ১০ জুন, ২০২৫ (বাসস) : সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত ২০২৬ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ একাদশে জায়গা করে নিয়েছেন কানাডার ক্লাব ক্যাভালরি এফসির মিডফিল্ডার শমিত সোম। মূল দল থেকে বাদ পড়েছেন নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া।

আগেরদিন শমিত সম্পর্কে বাংলদেশের কোচ হাভিয়ের কাবরেরা বলেছিলেন, ‘টেকনিক, পরিকল্পনা, কৌশল সবকিছুর সঙ্গে দ্রুত মানিয়ে নিয়েছে সে।’ কোচের এ মন্তব্যে শমিতের লাল সবুজের জার্সিতে অভিষেক অনেকটা অনুমেয় ছিল। 

ভুটানের বিপক্ষে আগের প্রীতি ম্যাচের দল থেকে জামাল ছাড়াও আরো বাদ পড়েছেন সোহেল রানা ও তাজউদ্দিন। শমিত ছাড়াও দলে জায়গা করে নিয়েছেন মো: হৃদয় ও শাকিল আহাদ তপু। 

দুই দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ। কারণ এখন পর্যন্ত গ্রুপ ‘সি’-তে থাকা ভারত, হংকং, সিঙ্গাপুর ও বাংলাদেশ এই চার দলেরই সংগ্রহ সমান ১ পয়েন্ট করে।

এই ম্যাচে জয় পেলে পয়েন্ট টেবিলে এগিয়ে যাবে যে কোনো একটি দল। বিশেষ করে ঘরের মাঠে খেলতে নামা বাংলাদেশের জন্য এটি একটি বড় সুযোগ হিসেবে ভাবা হচ্ছে। 

আন্তর্জাতিক পর্যায়ে এখন পর্যন্ত বাংলাদেশ ও সিঙ্গাপুর মাত্র দুইবার মুখোমুখি হয়েছে, দুইবারই জয় পেয়েছে সিঙ্গাপুর। মাঠের লড়াইয়ে এখনো বাংলাদেশ জয়হীন। তবে সাম্প্রতিক ফর্মে বাংলাদেশ তুলনামূলক ভালো করছে। শেষ পাঁচ ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে দুটি, হেরেছে দুটিতে ও একটি ম্যাচ ড্র হয়েছে।

বাংলাদেশ একাদশ :
মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মন, শমিত সোম, হামজা চৌধুরী, রাকিব হোসেন, তারিক কাজি, ফাহমিদুল ইসলাম, সৈয়দ শাহ কাজিম, শাকিল আহাদ তপু, মো: সাদউদ্দিন, মো: হৃদয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বগুড়ায় বিপুল পরিমাণ পলিথিন জব্দ, আটক ১
রামপুরা ব্রিজে লরির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব পেয়েছে হামাস: ফিলিস্তিনি কর্মকর্তা
কাউখালী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক গ্রেপ্তার
পঞ্চগড়ে যৌথ বাহিনীর অভিযানে ১২ জুয়াড়ি আটক
সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
গাইবান্ধায় ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন করবেন স্থানীয় সরকার উপদেষ্টা
লক্ষ্মীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালিও আলোচনা সভা
রাশিয়ায় গানপাউডার কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২০
ওয়াকিটকিতে দেয়া সিএমপি কমিশনারের বার্তা ফাঁস: কনস্টেবল গ্রেফতার
১০