বিশ্বকাপের টিকেট পেল ব্রাজিল, ইকুয়েডর

বাসস
প্রকাশ: ১১ জুন ২০২৫, ১৮:০৫

ঢাকা, ১১ জুন, ২০২৫ (বাসস) : প্যারাগুয়ের বিপক্ষে ঘরের মাঠে ১-০ ব্যবধানে জয়ী হয়ে উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের টিকেট পেয়েছে ব্রাজিল। কার্লো আনচেলত্তির অধীনে এটাই ব্রাজিলের প্রথম জয়।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ভিনিসিয়াস জুনিয়রের একমাত্র গোলে কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। রিয়াল মাদ্রিদের এই তারকা ৪৪ মিনিটে ম্যানচেস্টার সিটির নতুন চুক্তিভূক্ত মাথিয়াস কুনহার ক্রসে পোস্টের খুব কাছ থেকে বল জালে জড়িয়ে ব্রাজিলকে জয় উপহান দেন। 

ইতালিয়ান কোচ আনচেলত্তির ৬৬তম জন্মদিনে এটা ছিল দারুন একটি উপহার। এর আগে গত সপ্তাহে তার অধীনে প্রথম ম্যাচে ব্রাজিল গোলশুন্য ড্র করেছিল।

দলের সকলের প্রতিশ্রুতি ও মানসিকতার প্রশংসা করেছেন রিয়াল মাদ্রিদের সাবেক বস আনচেলত্তি, ‘এটা একটি দারুন ম্যাচ ছিল। বিশেষ করে প্রথমার্ধে ব্রাজিল দুর্দান্ত খেলেছে। অবশ্যই ম্যাচে আমরাও কঠিন সময় পার করেছি। কারন প্যারাগুয়ে শক্ত প্রতিপক্ষ। দ্বিতীয়ার্ধে আমরা ম্যাচে কিছুটা ধীর গতিতে খেলেছি।’ 

এদিকে মন্টিভিডিওতে ভেনেজুয়েলাকে ২-০ গোলে পরাজিত করে বিশ্বকাপের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে উরুগুয়ে। 

দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে কালকের ম্যাচের আগে প্যারাগুয়ের বিশ্বকাপের টিকেট পেতে এক পয়েন্ট প্রয়োজন ছিল। অন্যদিকে ব্রাজিলের সামনে প্রয়োজন ছিল জয়ের। ভেনেজুয়েলার পরাজয়ের ব্রাজিলের সামনে সুযোগ আরো সহজ হয়ে যায়। বিরতির ঠিক আগে ম্যাচের জয়সূচক গোলটি করেন ভিনিসিয়াস। তার আগ পর্যন্ত তেমন একটা সুযোগ তৈরী করতে পারেনি ব্রাজিল। ৩৫ মিনিটে কুনহার হেড জালের ঠিকানা খুঁজে পায়নি। যদিও শেষ পর্যন্ত কুনহাই গোলের মূল কারিগর ছিলেন। রাফিনহার বাড়ানো পাসে বক্সের ভিতর কুনহার ক্রসে ভিনিসিয়াস দুর্দান্ত গতিতে পা ছুঁইয়ে বল জালে জড়ান। 

এই জয়ে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকান বাছাইপর্বের টেবিলে ব্রাজিল তৃতীয় স্থানে উঠে এসেছে। এই অঞ্চলের শীর্ষ ছয়টি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। সে অনুযায়ী ব্রাজিলের চূড়ান্ত পর্ব নিশ্চিত হয়েছে।

আগামী বছরের বিশ্বকাপকে সামনে রেখে আনচেলত্তি বলেছেন, তার পরিকল্পনায় থাকা খেলোয়াড় তালিকাটা বেশ লম্বা। ৭০ জন খেলোয়াড় আপাতত তার চিন্তায় আছে, যার মধ্যে ইনজুরির কারনে জাতীয় দলের বাইরে থাকা নেইমারও রয়েছেন। 

এই পরাজয়ে প্যারাগুয়ের সংগ্রহে ২৪ পয়েন্টই থাকলো। এর অর্থ হচ্ছে ২০১০ সালের পর প্রথমবারের মত বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে হলে প্যারাগুয়েকে আর মাত্র এক পয়েন্ট সংগ্রহ করতে হবে। 

এবারের বাছাইপর্বে সারপ্রাইজ প্যাকেজ ইকুয়েডর লিমায় পেরুর সাথে গোলশুন্য ড্র করে চূড়ান্ত পর্বের টিকেট পেয়েছে। তবে বলিভিয়ার কাছে হেরে গিয়ে চিলির বিদায় নিশ্চিত হয়েছে। 

শেষ দুই ম্যাচে প্যারাগুয়ে ও উরুগুয়ের মাত্র এক পয়েন্ট হলেই বিশ্বকাপ নিশ্চিত হবে। ১৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে ইতিহাসে প্রথমবারের মত বিশ্বকাপের মূল মঞ্চে খেলার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে ভেনেজুয়েলা। 

এই অঞ্চল থেকে প্রথম দল হিসেবে ইতোমধ্যেই বিশ্বকাপের টিকেট পাওয়া বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বুয়েন্স আয়ার্সে ১-১ গোলে কলম্বিয়ার সাথে ড্র করে হতাশ করেছে। ২৪ মিনিটে লিভারপুল তারকা লুইস দিয়াজের গোলে এগিয়ে যায় কলম্বিয়া। ৭০ মিনিটে এনজো ফার্নান্দেজের লাল কার্ডে ১০ জনের দলে পরিনত হয় আর্জেন্টিনা। তবে ম্যাচ শেষের ৯ মিনিট আগে থিয়াগো আলমাডার গোলে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বিশ্ব চ্যাম্পিয়নরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর
কুমিল্লায় সড়ক ক্ষতিগ্রস্ত করায় ট্রাক মালিককে জরিমানা
সেপ্টেম্বরে বিজিবির অভিযানে ১৭১.৬ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ
আন্ত:বাহিনী অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু
মধ্যপ্রাচ্যের মতো ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পকে জেলেনস্কির আহ্বান
১০