মিডফিল্ডার রেইন্ডার্সকে দলে নিল ম্যানচেস্টার সিটি

বাসস
প্রকাশ: ১১ জুন ২০২৫, ১৮:১৩

 

ঢাকা, ১১ জুন, ২০২৫ (বাসস) : ক্লাব বিশ্বকাপকে সামনে রেখে এসি মিলান থেকে ৪৬.৩ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে মিডফিল্ডার টিয়ানি রেইন্ডার্সকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি।

ডাচ এই আন্তর্জাতিক খেলোয়াড়ের সাথে পাঁচ বছরের চুক্তি করেছে সিটিজেনরা। বাজে একটি মৌসুম কাটানোর পর গ্রীষ্মকালীণ ট্রান্সফার মার্কেটে এটা সিটির চতুর্থ চুক্তি। গত কয়েকদিনে সিটিজেনরা লিঁও মিডফিল্ডার রায়ান চেরকি, চেলসি গোলরক্ষক মার্কোস বেটিনেলি ও উল্ফস লেফট ব্যাক রায়ান আইট-নুরিকে দলে ভিড়িয়েছে। সব মিলিয়ে এই চার চুক্তিতে সিটিকে ব্যয় করতে হয়েছে প্রায় ১০৮ মিলিয়ন পাউন্ড। জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর থেকে যা অনেকটাই বেশী।

আগামী ১৪ জুন থেকে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বকে সামনে রেখে সিটি তড়িঘড়ি করে এই খেলোয়াড় রেজিষ্ট্রেশন সম্পন্ন করেছে।

২৬ বছর বয়সী রেইন্ডার্স ২০২৩ সালে এজেড আলকমার থেকে এসি মিলানে যোগ দিয়েছিলেন। হতাশাজনক ২০২৪/২৫ মৌসুমে ইতালিয়ান ক্লাবটির হয়ে ১৫ গোল করেছেন। লিগ টেবিলের অষ্টম স্থানে থেকে মিলান সিরি-এ মৌসুম শেষ করেছে।

অভিজ্ঞ কেভিন ডি ব্রুইনা চলে যাবার পর পেপ গার্দিওলার মধ্যমাঠকে শক্তিশালী করার জন্য রেইন্ডার্স দলে এসেছেন। এ সম্পর্কে রেইন্ডার্স বলেছেন, ‘ম্যানচেস্টার সিটির সাথে চুক্তি করার জন্য আমি মুখিয়ে ছিলাম। বিশ্বের অন্যতম বড় দল সিটি, তাদের রয়েছে সেরা কোচ, বিশ্বমানের খেলোয়াড় ও দুর্দান্ত সুযোগ সুবিধা। গার্দিওলার অধীনে সিটি অনেক শিরোপা জয় করেছে। আগামী কয়েক বছরে আমি তাদেরকে সবরকম সহযোগিতা করতে চাই।’

টানা চারটি প্রিমিয়ার লিগ শিরোপা জয়ী সিটি গত মৌসুমে তৃতীয় স্থানে থেকে লিগ শেষ করেছে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে কিছুটা আগেভাগেই বিদায় নিয়েছে।

সিটি চেয়ারম্যান খালদুন আল মুবারক স্বীকার করেছেন পরবর্তী মৌসুমকে সামনে রেখে ট্রান্সফার মার্কেটে সিটি হয়তোবা একটু বেশী আগ্রসী ভূমিকা রাখছে।

গার্দিওলার দল ৩২ দলের নতুন কলেবরের ক্লাব বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামবে। ১৮ জুন ফিলাডেলফিয়ায় মরোক্কান ক্লাব ওয়াইদাদ ক্যাসাব্ল্যাঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ক্লাব বিশ্বকাপের মিশন শুরু করবে সিটি। ক্লাব বিশ্বকাপের কারনে গ্রীষ্মকালীণ ট্রান্সফার উইন্ডো একটু আগেভাগে খোলার সিদ্ধান্ত নিয়েছিল ফিফা। তবে সেটা গতকাল বন্ধ হয়ে গেছে। আগামী ১৬ জুন আবারো খুলবে এই উইন্ডো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বগুড়ায় বিপুল পরিমাণ পলিথিন জব্দ, আটক ১
রামপুরা ব্রিজে লরির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব পেয়েছে হামাস: ফিলিস্তিনি কর্মকর্তা
কাউখালী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক গ্রেপ্তার
পঞ্চগড়ে যৌথ বাহিনীর অভিযানে ১২ জুয়াড়ি আটক
সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
গাইবান্ধায় ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন করবেন স্থানীয় সরকার উপদেষ্টা
লক্ষ্মীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালিও আলোচনা সভা
রাশিয়ায় গানপাউডার কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২০
ওয়াকিটকিতে দেয়া সিএমপি কমিশনারের বার্তা ফাঁস: কনস্টেবল গ্রেফতার
১০