অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে ফিরলেন হোপ

বাসস
প্রকাশ: ১১ জুন ২০২৫, ১৯:১২

ঢাকা, ১১ জুন, ২০২৫ (বাসস) : অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ঘোষিত ১৬ সদস্যের ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন শাই হোপ।

সাদা বলের এই ক্যারিবীয় অধিনায়ক সীমিত ওভারের ক্রিকেট শক্তিশালী পারফরমেন্সের কারনে টেস্ট দলে ডাক পেয়েছেন। ২০২১ সালের পর প্রথমবারের মত টেস্ট ম্যাচ খেলার দ্বারপ্রান্তে রয়েছেন হোপ। আগামী ২৫ জুন থেকে ব্রিজটাউনে প্রথম টেস্ট শুরু হবে।

গায়ানার ব্যাটার কেভলন এ্যান্ডারসন ঘরোয়া মৌসুমে নিজেকে প্রমান করার পর আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায় রয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন সামি বলেছেন, ‘কেভলন এ্যান্ডারসনের মত তরুন খেলোয়াড়ের অন্তর্ভূক্তিতে আমি বেশ রোমাঞ্চিত। দারুন একটি ঘরোয়া মৌসুম কাটিয়ে টেস্ট দলের টপ অর্ডারে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই আমাদের বিশ্বাস। এদিকে সাদা বলের ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করার পুরস্কার হিসেবেই শাই হোপ টেস্ট দলে ফিরেছেন।’

৩৮ টেস্টে দুটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরিসহ মোট ১৭২৬ রান করেছেন হোপ।

এদিকে ২৮৪ টেস্ট উইকেট শিকারি অভিজ্ঞ সীমার কেমার রোচের এই দলে জায়গা হয়নি।

গত বছর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক দ্বিতীয় টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শামার জোসেফ দলে জায়গা ধরে রেখেছেন।

সিরিজের দ্বিতীয় টেস্ট সেন্ট জর্জেস ও তৃতীয়টি কিংস্টোনে অনুষ্ঠিত হবে। এই সিরিজটি ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ চক্রের অংশ।

স্কোয়াড : রোস্টোন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান, কেভলন এ্যান্ডারসন, ক্রেইগ ব্র্যাথওয়েইট, জন ক্যাম্পবেল, কিসি কার্টি, জাস্টিন গ্রিভস, শাই হোপ, টেভিন ইমলাচ, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, জোহান লাইন, মিকাইল লুইস, এ্যান্ডারসন ফিলিপ, জেইডেন সিলেস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রামপুরা ব্রিজে লরির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
কাউখালী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক গ্রেপ্তার
পঞ্চগড়ে যৌথ বাহিনীর অভিযানে ১২ জুয়াড়ি আটক
সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
গাইবান্ধায় ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন করবেন স্থানীয় সরকার উপদেষ্টা
লক্ষ্মীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালিও আলোচনা সভা
রাশিয়ায় গানপাউডার কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২০
ওয়াকিটকিতে দেয়া সিএমপি কমিশনারের বার্তা ফাঁস: কনস্টেবল গ্রেফতার
লক্ষ্মীপুরে দুই মামলায় ২ জন গ্রেপ্তার 
নাটোরে দুই ব্যবসায়ীকে জরিমানা
১০