পোল্যান্ডের কোচের পদ ছাড়লেন প্রোবিয়ার্জ

বাসস
প্রকাশ: ১২ জুন ২০২৫, ১৭:০০

ঢাকা, ১২ জুন, ২০২৫ (বাসস) : জাতীয় দলের ভবিষ্যতের কথা চিন্তা করে পোল্যান্ডের কোচ পদ থেকে সড়ে দাঁড়িয়েছেন মিখাইল প্রোবিয়ার্জ। দেশটির ফুটবল ফেডারেশন এই তথ্য নিশ্চিত করেছে। দলের তারকা স্ট্রাইকার রবার্ট লিওয়ানদোস্কির সাথে বিরোধে জড়িয়ে প্রোবিয়ার্জ চাকরি ছেড়েছেন বলে জানা গেছে। 

পোলিশ ফুটবল ফেডারেশন থেকে প্রকাশিত এক বিবৃতিতে প্রোবিয়ার্জ বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে জাতীয় দলের ভালর জন্যই আমি কোচের পদ থেকে সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এই ভূমিকা পালন করা ছিল আমার পেশাগত স্বপ্নের পরিপূর্ণতা এবং আমার জীবনের সবচেয়ে বড় সম্মান।’

রোববার লিওয়ানদোস্কি ঘোষনা দিয়েছিলেন প্রোবিয়ার্জ যতদিন কোচ হিসেবে বহাল থাকবেন ততদিন তিনি জাতীয় দলে খেলবেন না। তারপরপরই ফিনল্যান্ডের সাথে ইউরোপীয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে পোল্যান্ড ২-১ গোলে পরাজিত হয়ে গ্রুপের শীর্ষস্থান হারিয়েছে। 

সাম্প্রতিক আন্তর্জাতিক উইন্ডোতে লিওয়ানদোস্কি পোলিশ দলে ছিলেন না। পোলিশ বার্তা সংস্থা পিএপি’র সূত্রমতে বার্সেলোনার এই খেলোয়াড়কে বিশ্রামে থাকতে বলা হয়েছিল। 

প্রোবিয়ার্জ অধিনায়কের পদ থেকে সড়িয়ে দেবার কারনে লিওয়ানদোস্কি কোচের উপর অসন্তুষ্টি প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘পুরো পরিস্থিতি বিবেচনায় কোচের উপর থেকে আমার আস্থা চলে গেছে। সে যতদিন কোচের দায়িত্বে থাকবে ততদিন আমি পোল্যান্ড জাতীয় দলে না খেলার সিদ্ধান্ত নিয়েছি। 

আশা করছি বিশ্বের সেরা সমর্থকদের জন্য এখনো আমার জাতীয় দলে খেলার সুযোগ রয়েছে।’

২০০৮ সালে পোল্যান্ডের জাতীয় দলে অভিষিক্ত হবার পর ২০১৪ সাল থেকে অধিনায়কত্ব করছেন ৩৬ বছর বয়সী লিওয়ানদোস্কি। জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ১৫৮ ম্যাচে তিনি ৮৫ গোল করেছেন। ৩৭ গোল কম করে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সাবেক স্ট্রাইকার উল্ডজিমিরেচ লুবানস্কি। 

২০২৩ সালের সেপ্টেম্বর থেকে প্রোবিয়ার্জ কোচের দায়িত্বে নিয়োজিত আছে। তার অধীনে পোল্যান্ড ইউরো ২০২৪ খেলার যোগ্যতা অর্জণ করলেও একটি ম্যাচও জিততে পারেনি। গ্রুপ পর্ব থেকেই পোল্যান্ডকে বিদায় নিতে হয়। 

তার অধীনে ২১ ম্যাচে পোল্যান্ড নয়টিতে জয়, পাঁচটিতে ড্র ও সাতটিতে পরাজিত হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বগুড়ায় বিপুল পরিমাণ পলিথিন জব্দ, আটক ১
রামপুরা ব্রিজে লরির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন প্রস্তাব পেয়েছে হামাস: ফিলিস্তিনি কর্মকর্তা
কাউখালী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক গ্রেপ্তার
পঞ্চগড়ে যৌথ বাহিনীর অভিযানে ১২ জুয়াড়ি আটক
সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
গাইবান্ধায় ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধন করবেন স্থানীয় সরকার উপদেষ্টা
লক্ষ্মীপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালিও আলোচনা সভা
রাশিয়ায় গানপাউডার কারখানায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ২০
ওয়াকিটকিতে দেয়া সিএমপি কমিশনারের বার্তা ফাঁস: কনস্টেবল গ্রেফতার
১০