প্রথমবারের মত দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও নেপাল

বাসস
প্রকাশ: ১৩ জুন ২০২৫, ১৬:২৯

ঢাকা, ১৩ জুন ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মত দ্বিপাক্ষিক সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ ও আইসিসির সহযোগী দেশ নেপাল। আগামী সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দু’দল।

এক বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) জানিয়েছে, তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো এ বছরের ২৭, ২৮ ও ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্বব্যাপী ক্রিকেট বিস্তারে এ সিরিজ গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

সিরিজের সবগুলো ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে হলেও মূল আয়োজক হিসেবে থাকছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর টি-টোয়েন্টি বিশ্বকাপ এশিয়া অঞ্চলের বাছাই পর্ব খেলবে নেপাল। তাই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বিশ্বকাপ বাছাইপর্বে প্রস্তুতি হিসেবে দেখছে নেপাল।

এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র একবার মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ-নেপাল। ২০২৩ সালে হারারেতে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে নেপালকে ১০১ রানে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বর্তমানে পঞ্চম স্থানে আছে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। নেপাল আছে ১৮তম স্থানে।

বর্তমানে আয়ারল্যান্ড সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ১৫ জুন থেকে স্কটল্যান্ড-নেদারল্যান্ডসকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলতে নামবে নেপাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রধান উপদেষ্টা রোম পৌঁছেছেন
‘মাধ্যমিক শিক্ষা’ ও 'কলেজ শিক্ষা ' নামে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠায় ৬ সদস্যের কমিটি গঠন
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর
কুমিল্লায় সড়ক ক্ষতিগ্রস্ত করায় ট্রাক মালিককে জরিমানা
সেপ্টেম্বরে বিজিবির অভিযানে ১৭১.৬ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ
আন্ত:বাহিনী অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু
১০