পাঁচ বছরের চুক্তিতে স্বপ্নের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে কুনহা

বাসস
প্রকাশ: ১৩ জুন ২০২৫, ২০:০৩

ঢাকা, ১৩ জুন, ২০২৫ (বাসস) : পাঁচ বছরের চুক্তিতে শৈশবের স্বপ্নের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাথেয়াস কুনহা।

উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ছেড়ে ২০৩০ সাল পর্যন্ত ম্যান ইউর সাথে চুক্তিবদ্ধ হয়েছেন কুনহা। ৬ কোটি ২৫ লাখ পাউন্ডের রিলিজ ক্লজ মিটিয়ে তাকে দলে ভিড়িয়েছে ম্যান ইউ। 

শৈশব থেকে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে খেলার স্বপ্ন দেখা কুনহা তাই দারুণ  উচ্ছ্বসিত তিনি। 

সংবাদমাধ্যমকে কুনহা বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় হওয়ার অনুভূতিটা ভাষায় প্রকাশ করা কঠিন। ছোটবেলায় যখন আমি ব্রাজিলে ছিলাম, টেলিভিশনে প্রিমিয়ার লিগের খেলা দেখতাম। তখন থেকেই ইউনাইটেড আমার প্রিয় ইংলিশ দল ছিল এবং আমি লাল জার্সি পরার স্বপ্ন দেখতাম। আমি আমার পরিবার এবং এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহায্যকারী সকলকে ধন্যবাদ জানাতে চাই।’

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মাঠে নামতে মুখিয়ে আছেন কুনহা। তিনি বলেন, ‘সতীর্থদের সর্ম্পকে জানতে এবং আসন্ন মৌসুমের প্রস্তুতির জন্য প্রাক মৌসুম শুরু করার জন্য আমার তর সইছে না। আমার সব মনোযোগ কঠোর পরিশ্রম করে দলের গুরুত্বপূর্ণ সদস্য হওয়া এবং দলকে শীর্ষে ফেরানো।’

২০২৩ সালে উলভারহ্যাম্পটনে যোগ দেওয়ার পর ৮২ ম্যাচে ২৯ গোল করেছেন কুনহা। 

গত মঙ্গলবার বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের হয়ে প্যারাগুয়ের বিপক্ষে খেলেছেন  কুনহা। প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয়ে বড় অবদান রাখেন তিনি। কুনহার যোগান দেওয়া বলে ম্যাচের একমাত্র গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার দেখানো হলো ইসি’র সাবেক সচিব হেলালুদ্দীনকে
বর্ণাঢ্য আয়োজনে বাকৃবির ৬৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন
হিলি সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ
ইসরাইল ইচ্ছাকৃতভাবে গাজার ফিলিস্তিনিদের অনাহারে রাখছে : অ্যামনেস্টি
নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু
খুলনায় কৃষি ব্যাংকে চুরির রহস্য উন্মোচন, হোতা গ্রেপ্তার
মৎস্য সপ্তাহ উপলক্ষে নোয়াখালীতে আলোচনা সভা 
ইয়েমেনে জ্বালানি অবকাঠামোতে হামলার দাবি ইসরাইলের
সাভারকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা: দূষণ সৃষ্টিকারী শিল্পে কঠোর নিয়ন্ত্রণ
রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৩, অনেকেই আহত
১০