শ্রীলংকা পৌঁছেছে বাংলাদেশ দল

বাসস
প্রকাশ: ১৩ জুন ২০২৫, ২০:১৪

ঢাকা, ১৩ জুন, ২০২৫ (বাসস) : পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে  দুই গ্রুপে বিভক্ত হয়ে আজ শ্রীলংকা পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে এবারের লঙ্কা সফর শুরু করবে টাইগাররা।  

১০ জন ক্রিকেটার এবং কোচিং-টিম স্টাফসহ প্রথম দলটি গতকাল দেশ ছাড়ে এবং দ্বিতীয় দলটি আজ শ্রীলংকায় পৌঁছায়।

মোট ২৮ সদস্যের বাংলাদেশ দলে ১৬ জন খেলোয়াড় এবং ১২ জন কোচিং এবং টিম স্টাফ রয়েছে।

১৭ জুন থেকে গল-এ শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ। প্রথম টেস্টে শ্রীলংকার মুখোমুখি হওয়ার আগে আগামীকাল অনুশীলন সেশন শুরু করবে টাইগাররা।

২৫ জুন কলম্বোতে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। টেস্টের পর তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। 

এখনও ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেনি বাংলাদেশ। গতকাল মেহেদি হাসান মিরাজকে নতুন ওয়ানডে অধিনায়ক ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টেস্ট দলের নেতৃত্বে থাকবেন নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশ টেস্ট দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাইম হাসান, হাসান মুরাদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা, সৈয়দ খালেদ আহমেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর
কুমিল্লায় সড়ক ক্ষতিগ্রস্ত করায় ট্রাক মালিককে জরিমানা
সেপ্টেম্বরে বিজিবির অভিযানে ১৭১.৬ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ
আন্ত:বাহিনী অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু
মধ্যপ্রাচ্যের মতো ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পকে জেলেনস্কির আহ্বান
ন্যাম বৈঠকে যোগ দিতে কাম্পালার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র উপদেষ্টা
১০