স্কটল্যান্ডের বিপক্ষে ৩৭০ রান তাড়া করে রেকর্ড জয় নেদারল্যান্ডসের

বাসস
প্রকাশ: ১৩ জুন ২০২৫, ২১:০০

ঢাকা, ১৩ জুন, ২০২৫ (বাসস) : স্কটল্যান্ডের ছুঁড়ে দেওয়া ৩৭০ রানের টার্গেট স্পর্শ করে ওয়ানডে ক্রিকেটে রেকর্ড জয়ের নজির গড়েছে নেদারল্যান্ডস। 

গতরাতে ডান্ডিতে বিশ্বকাপ লিগ টু-এর ম্যাচে স্কটল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস। 

প্রথমে ব্যাট করে জর্জ মুনসির দুর্দান্ত সেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেটে ৩৬৯ রান করে স্কটল্যান্ড। জবাবে ম্যাক্স ও’দাউদের অনবদ্য শতকে ৪৯ দশমিক ২ ওভারে ৬ উইকেটে ৩৭৪ রান করে ম্যাচ জিতে নেদারল্যান্ডস। দাউদ ১৩০ বলে অপরাজিত ১৫৮ রান করেন।

ওয়ানডে ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কীর্তি গড়ে নেদারল্যান্ডস। এর মাধ্যমে আইসিসির সহযোগী দেশগুলোর মধ্যে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল ডাচরা। 

স্কটল্যান্ডের হয়ে মুনসি ১৪টি চার ও ১১টি চারে ১৫০ বলে ১৯১ রান করেন। আইসিসি সহযোগী দেশের ব্যাটারদের মধ্যে ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইনিংস খেলার নয়া রেকর্ড গড়েছেন মানসি। ফলে ভেঙে গেছে ২০১০ সালে কানাডার বিপক্ষে আয়ারল্যান্ডের পল স্টার্লিংয়ের খেলা ১৭৭ রানের রেকর্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর
কুমিল্লায় সড়ক ক্ষতিগ্রস্ত করায় ট্রাক মালিককে জরিমানা
সেপ্টেম্বরে বিজিবির অভিযানে ১৭১.৬ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ
আন্ত:বাহিনী অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু
মধ্যপ্রাচ্যের মতো ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পকে জেলেনস্কির আহ্বান
ন্যাম বৈঠকে যোগ দিতে কাম্পালার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র উপদেষ্টা
১০