প্রথমবারের মত বিগ ব্যাশে খেলবেন বাবর

বাসস
প্রকাশ: ১৪ জুন ২০২৫, ১৬:৫৪

ঢাকা, ১৪ জুন ২০২৫ (বাসস) : প্রথমবারের মত অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে খেলবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। ড্রাফটের আগে সিডনি সিক্সার্সের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। 

নিয়মনুযায়ী বিগ ব্যাশের ড্রাফটের আগে একজন বিদেশি ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করতে পারবে দলগুলো। সেই সুবাদে চুক্তি করে বাবরকে আগেভাগেই দলে নিয়েছে সিডনি সিক্সার্স।

সিডনি সিক্সার্স দলে সুযোগ পেয়ে উচ্ছসিত ৩০ বছর বয়সী বাবর। তিনি বলেন, ‘বিশ্বের সেরা টি-টোয়েন্টি লিগে খেলা এবং একটি সফল ও সম্মানিত ফ্র্যাঞ্চাইজির অংশ হওয়া আমার জন্য দারুণ সুযোগ। আমার প্রিয় ব্যাটার স্টিভেন স্মিথের সাথে ড্রেসিং রুম শেয়ার করার এবং আমার ভক্তদের সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। সবার সাথে শীঘ্রই দেখা হবে।’

সিডনি সিক্সার্স দলে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথকে পাবেন বাবর। এছাড়াও আরও থাকছেন শন অ্যাবট, বেন ডোয়ার্শিস, মোয়িসেস হেনরিকস, টড মার্ফি, জশ ফিলিপ ও জর্ডান সিল্ক।

পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে বিগ ব্যাশের ড্রাফটে নাম আছে শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, হারিস রউফ ও মোহাম্মদ রিজওয়ানের। আগামী ১৯ জুন বিদেশি ক্রিকেটারদের ড্রাফট অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক বাবর। ১২৮ ম্যাচে ৩ সেঞ্চুরি ও ৩৬টি হাফ-সেঞ্চুরিতে ৪২২৩ রান করেছেন তিনি। 

স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩২০ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে বাবরের। ১১টি শতক ও ৯৩টি অর্ধশতকে ১২৯.৩৩ স্ট্রাইক রেটে ১১,৩৩০ রান আছে এই ডান-হাতি ব্যাটারের। 
সদ্য শেষ হওয়া পাকিস্তান সুপার লিগে ব্যাট হাতে ছন্দে ছিলেন বাবর। পেশোয়ার জালমির হয়ে ১০ ম্যাচে ২৮৮ রান করেছেন তিনি। 

তবে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে শেষ হওয়া সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান দলে সুযোগ পাননি বাবর।  

আগামী নভেম্বর-ডিসেম্বর মাঠে গড়াবে বিগ ব্যাশের ১৫তম আসর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর
কুমিল্লায় সড়ক ক্ষতিগ্রস্ত করায় ট্রাক মালিককে জরিমানা
সেপ্টেম্বরে বিজিবির অভিযানে ১৭১.৬ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ
আন্ত:বাহিনী অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু
মধ্যপ্রাচ্যের মতো ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পকে জেলেনস্কির আহ্বান
ন্যাম বৈঠকে যোগ দিতে কাম্পালার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র উপদেষ্টা
১০