পদত্যাগ করলেন ইউসুফ

বাসস
প্রকাশ: ১৪ জুন ২০২৫, ১৬:৫৯

ঢাকা, ১৪ জুন ২০২৫ (বাসস) : পাকিস্তান জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) ব্যাটিং কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন দেশটির সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ। 

তবে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সংবাদমাধ্যমকে ইউসুফ জানিয়েছেন গত সপ্তাহে তার পদত্যাগপত্র গ্রহণ করেছে পিসিবি। 
ব্যক্তিগত কারণে পদত্যাগ করার কথা জানিয়েছেন ইউসুফ, ‘এটি ছিল ব্যক্তিগত সিদ্ধান্ত। আর কিছু বলার নেই।’

একটি সূত্র জানিয়েছে, পিসিবির সাবেক পেসার আকিব জাভেদকে এনসিএ-র পরিচালক হিসেবে নিযুক্ত করার পর অসন্তুষ্ট হন ইউসুফ। জ্যেষ্ঠতার কারণে এই পদে ইউসুফকে পদোন্নতি দেওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি।

বেশ কয়েক বছর ধরে এনসিএ’র ব্যাটিং কোচ ছিলেন ইউসুফ। পাকিস্তানের তরুণ ক্রিকেটারদের গড়ে তুলতেই একাডেমির দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে। 

এছাড়াও অনূর্ধ্ব-১৯ দল এবং পাকিস্তান জাতীয় দলেরও ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন ইউসুফ। 

চলতি বছরের এপ্রিলে ব্যাটিং কোচ হিসেবে পাকিস্তান দলের সাথে নিউজিল্যান্ড সফরে গিয়েছিলেন ইউসুফ। কিন্তু গেল মাসে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কোচিং প্যানেলে রাখা হয়নি ইউসুফকে। 

এর আগে গত বছর নির্বাচক কমিটি থেকেও পদত্যাগ করেছিলেন ইউসুফ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর
কুমিল্লায় সড়ক ক্ষতিগ্রস্ত করায় ট্রাক মালিককে জরিমানা
সেপ্টেম্বরে বিজিবির অভিযানে ১৭১.৬ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ
আন্ত:বাহিনী অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু
মধ্যপ্রাচ্যের মতো ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পকে জেলেনস্কির আহ্বান
ন্যাম বৈঠকে যোগ দিতে কাম্পালার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র উপদেষ্টা
১০