মার্করামের সেঞ্চুরিতে অবশেষে বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

বাসস
প্রকাশ: ১৪ জুন ২০২৫, ১৮:৩৩ আপডেট: : ১৪ জুন ২০২৫, ২০:৪৬

ঢাকা, ১৪ জুন ২০২৫ (বাসস) : ওপেনার আইডেন মার্করামের দুর্দান্ত সেঞ্চুরিতে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের শিরোপা জিতল দক্ষিণ আফ্রিকা। 

চ্যাম্পিয়নশিপের ফাইনালের চতুর্থ দিনে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। এই জয়ে অবশেষে নিজেদের নামের পাশে বিশ্ব চ্যাম্পিয়ন তকমা পেল দক্ষিণ আফ্রিকা। কারন ওয়ানডে ও টি-টোয়েন্টির মতই টেস্ট ফরম্যাটের চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টকে বিশ্বকাপ হিসেবে বিবেচনা করা হয়। এখন পর্যন্ত ওয়ানডে বা টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। ওয়ানডেতে পাঁচবার সেমিফাইনাল এবং টি-টোয়েন্টিতে একবার ফাইনাল খেলেছে তারা। 

পাশাপাশি ১৯৯৮ সালের পর আইসিসির কোন ইভেন্টের শিরোপা জিতল দক্ষিণ আফ্রিকা। সর্বশেষ ১৯৯৮ সালে ঢাকায় অনুষ্ঠিত আইসিসি নক-আউট ট্রফির (বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফি নাম) শিরোপা জিতেছিল প্রোটিয়ারা। এরপর আইসিসির কোন শিরোপা জিততে না পারায় ‘চোকার’ তকমা পায়। অবশেষে ২৭ বছর পর ‘চোকার’ শব্দটা মুছতে পারল তেম্বা বাভুমার দল। 

ইংল্যান্ডের লর্ডসে অনুষ্ঠিত ফাইনালের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছিল দক্ষিণ আফ্রিকা। ৮ উইকেট হাতে নিয়ে জয় থেকে ৬৯ রান দূরে ছিল প্রোটিয়ারা। 

অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেওয়া ২৮২ রানের টার্গেটে তৃতীয় দিন শেষে ২ উইকেটে ২১৩ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরি তুলে ১০২ রানে অপরাজিত ছিলেন মার্করাম। তার সাথে ৬৫ রান নিয়ে দিনের খেলা শেষ করেন অধিনায়ক বাভুমা। তৃতীয় উইকেটে ২৩২ বলে ১৪৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছিলেন মার্করাম ও বাভুমা।  

চতুর্থ দিনের তৃতীয় ওভারে মার্করাম ও বাভুমার জমে যাওয়া জুটি ভাঙ্গেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ও পেসার প্যাট কামিন্স। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন বাভুমা। ৫টি চারে ১৩৪ বলে ৬৬ রান করেন প্রোটিয়া অধিনায়ক। ১৪৭ রানের জুটি গড়েছেন মার্করাম ও বাভুমা। 

এরপর ক্রিজে মার্করামের সঙ্গী হন ট্রিস্টান স্টাবস। জুটি গড়ার চেষ্টায় ২৪ রানে বেশি যোগ করতে পারেননি তারা। ৪৩ বলে ৮ রান করা স্টাবসকে বোল্ড করেন পেসার মিচেল স্টার্ক। 

২৪১ রানে চতুর্থ ব্যাটার হিসেবে স্টাবসের আউটের পর দক্ষিণ আফ্রিকাকে জয়ের পথ সহজ করেন মার্করাম ও ডেভিড বেডিংহাম। পঞ্চম উইকেটে ৩৫ রানের জুটি গড়েন তারা। দলের জয় থেকে ৬ রান দূরে থাকতে অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউডের শিকার হন মার্করাম। ১৪টি চারে ২০৭ বলে ১৩৬ রানের নান্দনিক ইনিংস খেলেন মার্করাম।

মার্করাম ফিরে যাবার পর বাকী ৬ রান তুলে দক্ষিণ আফ্রিকাকে ঐতিহাসিক জয়ের স্বাদ দেন বেডিংহাম ও উইকেটরক্ষক কাইল ভেরেনি। ২৭ বছর শিরোপা জিততে না পারার অপেক্ষার অবসান হল দক্ষিণ আফ্রিকার। 

বেডিংহাম ২১ ও ভেরেনি ৪ রানে অপরাজিত থাকেন। স্টার্ক ৩ উইকেট নেন। বল হাতে ২ উইকেট ও ১৩৬ রান করায় ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন মার্করাম। 
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ২১২ এবং দক্ষিণ আফ্রিকা ১৩৮ রান করেছিল। দ্বিতীয় ইনিংসে ২০৭ রানে শেষ হয় অসিদের ইনিংস। 

২০১৯-২১ মৌসুমের প্রথম চক্রে পঞ্চম এবং ২০২১-২৩ মৌসুমের দ্বিতীয় চক্রে তৃতীয় স্থানে ছিল দক্ষিণ আফ্রিকা। এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার পাশে বসল প্রোটিয়ারা। প্রথম আসরে নিউজিল্যান্ড ও গত আসরের শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। প্রথম দুই আসরের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি ভারত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর
কুমিল্লায় সড়ক ক্ষতিগ্রস্ত করায় ট্রাক মালিককে জরিমানা
সেপ্টেম্বরে বিজিবির অভিযানে ১৭১.৬ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ
আন্ত:বাহিনী অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু
মধ্যপ্রাচ্যের মতো ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পকে জেলেনস্কির আহ্বান
ন্যাম বৈঠকে যোগ দিতে কাম্পালার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র উপদেষ্টা
১০