টানা দ্বিতীয়বার সর্বোচ্চ রান সংগ্রাহক রুট

বাসস
প্রকাশ: ১৪ জুন ২০২৫, ১৮:৪১
জো রুট -ছবি : সংগৃহীত

ঢাকা, ১৪ জুন ২০২৫ (বাসস) : টানা দ্বিতীয়বারের মত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন ইংল্যান্ডের জো রুট। 

টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৩-২৫) তৃতীয় চক্রে ২২ ম্যাচের ৪০ ইনিংসে ৭টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ১৯৬৮ রান করেছেন রুট। গড়-৫৪.৬৬।  

দ্বিতীয় চক্রেও (২০২১-২৩) সর্বোচ্চ রানের মালিক ছিলেন রুট। ২২ ম্যাচের ৪০ ইনিংসে ৮টি সেঞ্চুরি ও ৬টি হাফ-সেঞ্চুরিতে ১৯১৫ রান করেছিলেন  তিনি। 

চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে (২০১৯-২১) দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন রুট। ২০ ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ১৬৬০ রান।

তৃতীয় চক্রে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন ভারত ওপেনার যশ্বসী জয়সওয়াল। ৪ সেঞ্চুরি ও ১০ হাফ-সেঞ্চুরিতে ৫২.৮৮ গড়ে ১৯ ম্যাচের ৩৬ ইনিংসে ১৭৯৮ রান করেন এই বাঁ-হাতি ব্যাটার। 

এই তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন ইংল্যান্ডের দুই ব্যাটার বেন ডাকেট ও হ্যারি ব্রুক। ২২ ম্যাচের ৪১ ইনিংসে ডাকেট ১৪৭০ রান এবং ১৭ ম্যাচের ২৯ ইনিংসে ব্রুক করেছেন ১৪৬৩ রান।

১৪২৮ রান করে এই তালিকার পঞ্চম স্থানে আছেন রানার্স-আপ অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা। 

এই চক্রে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষ ২৫-এর মধ্যে নেই চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার কোন ব্যাটার। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৭১১ রান করে করেন অধিনায়ক তেম্বা বাভুমা ও ডেভিড বেডিংহাম। বাভুমা ৮টি ও বেডিংহাম ১৩টি ম্যাচ খেলেন। ফাইনালে সেঞ্চুরি করা আইডেন মার্করাম ১১ ম্যাচ খেলে দ্বিতীয় সর্বোচ্চ ৭০৮ রান করেছেন। এই তিনজন সর্বোচ্চ রানের তালিকায় যথাক্রমে- ২৯, ৩০ ও ৩১তম স্থানে আছেন।

টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০২৩-২৫) তৃতীয় চক্রে সর্বোচ্চ রান সংগ্রহকারী শীর্ষ পাঁচ ব্যাটার :

ব্যাটার    ম্যাচ    ইনিংস    রান    গড়    ১০০    ৫০

জো রুট (ইংল্যান্ড)    ২২    ৪০    ১৯৬৮    ৫৪.৬৬    ৭    ৭

যশ্বসী জয়সওয়াল (ভারত)    ১৯    ৩৬    ১৭৯৮    ৫২.৮৮    ৪    ১০

বেন ডাকেট (ইংল্যান্ড)     ২২    ৪১    ১৪৭০    ৩৬.৭৫    ২    ৮

হ্যারি ব্রুক (ইংল্যান্ড)    ১৭    ২৯    ১৪৬৩    ৫০.৪৪    ৪    ৭

উসমান খাজা (অস্ট্রেলিয়া)    ২০    ৩৯    ১৪২৮    ৩৯.৬৬    ২    ৬

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর
কুমিল্লায় সড়ক ক্ষতিগ্রস্ত করায় ট্রাক মালিককে জরিমানা
সেপ্টেম্বরে বিজিবির অভিযানে ১৭১.৬ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ
আন্ত:বাহিনী অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু
মধ্যপ্রাচ্যের মতো ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পকে জেলেনস্কির আহ্বান
ন্যাম বৈঠকে যোগ দিতে কাম্পালার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র উপদেষ্টা
১০