প্রক্রিয়ার উপর নির্ভর করে ফিট হতে চান তাসকিন

বাসস
প্রকাশ: ১৪ জুন ২০২৫, ২০:৩৬

ঢাকা, ১৪ জুন ২০২৫ (বাসস) : চলমান শ্রীলংকা সফরে সাদা বলের সিরিজে খেলার জন্য প্রক্রিয়ার উপর নির্ভর করে ফিট হয়ে উঠার আশা করছেন বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ। 

বর্তমানে শ্রীলংকা সফরে আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সফরে দু’টি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা। কিন্তু অ্যাচিলিস টেন্ডনের ইনজুরির কারণে পুনর্বাসনে থাকায় টেস্ট সিরিজে খেলবেন না তাসকিন। 

ইতোমধ্যে বোলিং শুরু করেছেন তাসকিন। তাই যত তাড়াতাড়ি সম্ভব ম্যাচ ফিটনেস ফিরে পাবার আশা করছেন তিনি। শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলার ইচ্ছা আছে তাসকিনের। 

সম্প্রতি জিম সেশনের একটি ছবি সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে দিয়েছেন তাসকিন। সেই ছবির ক্যাপশনে তাসকিন লিখেছেন, ‘প্রক্রিয়া কখনও বিশ্বাসঘাতকতা করে না।’

শ্রীলংকার বিপক্ষে ২ জুলাই থেকে ওয়ানডে এবং ১০ জুলাই থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ। লংকান সফরে সাদা বলের সিরিজে তাসকিন খেলতে পারবেন কি-না, সেটি নিশ্চিতভাবে বলতে পারছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। সাংবাদিকদের তিনি বলেন, ‘তাসকিনের উন্নতি হয়েছে, কিন্তু সাদা বলের সিরিজে সে খেলতে পারবে কিনা তা বলা কঠিন।’

তিনি আরও বলেন, ‘সে বোলিং শুরু করেছে। সে তার সর্বোচ্চ চেষ্টা করছে। কিন্তু আগামী সপ্তাহে কি হবে, সেটি বলা কঠিন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর
কুমিল্লায় সড়ক ক্ষতিগ্রস্ত করায় ট্রাক মালিককে জরিমানা
সেপ্টেম্বরে বিজিবির অভিযানে ১৭১.৬ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ
আন্ত:বাহিনী অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু
মধ্যপ্রাচ্যের মতো ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পকে জেলেনস্কির আহ্বান
ন্যাম বৈঠকে যোগ দিতে কাম্পালার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র উপদেষ্টা
১০