পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে সদর উপজেলা চ্যাম্পিয়ন

বাসস
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১৩:১৮

পিরোজপুর, ১৫ জুন ২০২৫ (বাসস) : পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে শিরোপা জিতেছে সদর উপজেলা দল।

শনিবার বিকেলে পিরোজপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে পিরোজপুর সদর উপজেলা ৩-১ গোলের ব্যবধানে পিরোজপুর পৌরসভা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

জেলার ৭ টি উপজেলা ও পিরোজপুর পৌরসভা নামে মোট ৮ টি দল মাসব্যাপী এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে।

বিজয়ী দল চ্যাম্পিয়ন ট্রফির পাশাপাশি পেয়েছে ৬০ হাজার টাকার প্রাইজ মানি এবং রানার্সআপ দল পেয়েছে ৪০ হাজার টাকার প্রাইজ মানি এবং রানার্সআপ ট্রফি।

আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া সংসদ, পিরোজপুর জেলা শাখা আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন পিরোজপুরের সাত উপজেলার বিএনপি'র সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

খেলা শেষে অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন।

এর আগে খেলার শুরুতে মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরীর লক্ষ্যে এক মাদক বিরোধী র‌্যালির আয়োজন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর
কুমিল্লায় সড়ক ক্ষতিগ্রস্ত করায় ট্রাক মালিককে জরিমানা
সেপ্টেম্বরে বিজিবির অভিযানে ১৭১.৬ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ
আন্ত:বাহিনী অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু
মধ্যপ্রাচ্যের মতো ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পকে জেলেনস্কির আহ্বান
ন্যাম বৈঠকে যোগ দিতে কাম্পালার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র উপদেষ্টা
১০