ম্যাথুজের বিদায়ী টেস্টের দল ঘোষণা শ্রীলংকার

বাসস
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ১৯:৪৪ আপডেট: : ১৫ জুন ২০২৫, ১৯:৪৮
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৫ জুন ২০২৫ (বাসস) : বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। সিরিজের প্রথম ম্যাচ দিয়ে ১৬ বছরের টেস্ট ক্যারিয়ারের ইতি টানবেন শ্রীলংকার সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ। 

গত মে মাসেই টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ম্যাথুজ। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের পরই অবসরের নেওয়ার কথা সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ জানান তিনি। 

২০০৯ সালের জুলাইয়ে গল স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্যারিয়ার শুরু করেন ম্যাথুজ। এরপর দেশের হয়ে ১১৮ টেস্টে ৮১৬৭ রান করেছেন। যা শ্রীলংকা টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান।  

এ বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে হারে শ্রীলংকা। ঐ সিরিজের দল থেকে পাঁচজনকে বাদ দিয়েছে লংকানরা। তারা হলেন- সাদিরা সামারাবিক্রমা, রমেশ মেন্ডিস, নিশান পেইরিস, বিশ্ব ফার্নান্দো ও জেফরি ভান্দারসে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ওপেনার দিমুথ করুণারত্নে। 

বাংলাদেশের বিপক্ষে ঘোষিত ১৮ সদস্যের দলে ছয় নতুন মুখ রেখেছে শ্রীলংকা। তারা হলেন- লাহিরু উদারা, পাসিন্দু সোরিয়াবান্দারা, সোনাল দিনুসা, পবন রত্নায়েকে, থারিন্দু রত্নায়েক ও ইসিথা ভিজেসুন্দারা।

বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার সিরিজ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্র (২০২৫-২৭) শুরু হচ্ছে। ১৭ জুন সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে দু’দল। ২৫ জুন থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। 

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য শ্রীলংকা দল : ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, পাসিন্দু সোরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পবন রত্নায়েক, প্রবাথ জয়াসুরিয়া, থারিন্দু রত্নায়েক, আকিলা ধনাঞ্জয়া, মিলান রত্নায়েক, আসিথা ফার্নান্দো, কাসুন রাজিথা এবং ইসিথা ভিজেসুন্দারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর
কুমিল্লায় সড়ক ক্ষতিগ্রস্ত করায় ট্রাক মালিককে জরিমানা
সেপ্টেম্বরে বিজিবির অভিযানে ১৭১.৬ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ
আন্ত:বাহিনী অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু
মধ্যপ্রাচ্যের মতো ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পকে জেলেনস্কির আহ্বান
ন্যাম বৈঠকে যোগ দিতে কাম্পালার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র উপদেষ্টা
১০