বিসিবির বয়স-ভিত্তিক কোচ হিসেবে যোগ দিচ্ছেন হান্নান

বাসস
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ২০:৩৯

ঢাকা, ১৫ জুন ২০২৫ (বাসস) : কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফিরতে যাচ্ছেন সাবেক জাতীয় নির্বাচক হান্নান সরকার।  

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় এ খবর নিশ্চিত করেছেন হান্নান। তিনি জানান, এ মাসে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের প্রধান কোচ হিসেবে বিসিবিতে যোগ দেবেন।

কোচিং ক্যারিয়ার গড়ে তোলার লক্ষ্য নিয়ে জাতীয় দলের নির্বাচন প্যানেলের দায়িত্ব ছেড়েছিলেন হান্নান। 

এরপর ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দল আবাহনী লিমিটেডে যোগ দেন হান্নান। তার অধীনে ডিপিএলে শিরোপা জিতে আবাহনী। পরবর্তীতে আগামী মৌসুমের জন্য লিজেন্ডস অফ রূপগঞ্জে যোগ দেন তিনি। 

ভিডিও বার্তায় হান্নান বলেন, ‘নির্বাচকের দায়িত্ব থেকে সরে আসার কারণ ছিল কোচিংয়ের উপর সম্পূর্ণ মনোযোগ দেওয়া। কোচিংয়ের মাধ্যমে দেশের ক্রিকেটে অবদান রাখা। এমন লক্ষ্য নিয়েই আমি কোচিংয়ের সাথে যুক্ত হই এবং ঢাকা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আবাহনী লিমিটেডের কোচ হিসেবে যোগ দেই।’ 

তিনি আরও বলেন, ‘আমি আগে ক্রিকেট বোর্ডে ছিলাম। এটি এইচপিতে হতে পারে বা অন্য কোথাও হতে পারে। এইচপিতে এটা হয়নি, কারণ অন্যান্য কোচরা সেখানে কাজ করছেন। তাই ক্রিকেট বোর্ড আমাকে বয়স-ভিত্তিক পর্যায়ে কাজে লাগাতে চায়। আমি যেকোন জায়গায় কাজ করে বাংলাদেশ ক্রিকেটে অবদান রাখতে চাইছিলাম।’

আগামীকাল থেকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) শুরু হবে অনূর্ধ্ব-১৬ দলের চ্যালেঞ্জার সিরিজ। এই টুর্নামেন্টটি আসন্ন অনূর্ধ্ব-১৭ দল নির্বাচনের জন্য ভূমিকা রাখবে। এই টুর্নামেন্টে কাজ করে সামনে এগিয়ে যাবার পরিকল্পনার কথা জানালেন হান্নান। 

তিনি বলেন, ‘আমরা এখন অনূর্ধ্ব-১৭ দিয়ে শুরু করছি। সামনে আরও পরিকল্পনা আছে। আমরা বয়স ভিত্তিক ক্রিকেট দিয়ে যাত্রা শুরু করছি। যা ভবিষ্যতে একটি বড় স্বপ্ন পূরণে মূখ্য ভূমিকা পালন করবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর
কুমিল্লায় সড়ক ক্ষতিগ্রস্ত করায় ট্রাক মালিককে জরিমানা
সেপ্টেম্বরে বিজিবির অভিযানে ১৭১.৬ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ
আন্ত:বাহিনী অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু
মধ্যপ্রাচ্যের মতো ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পকে জেলেনস্কির আহ্বান
ন্যাম বৈঠকে যোগ দিতে কাম্পালার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র উপদেষ্টা
১০