প্রথম টেস্টের আগেই মিরাজ সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী সিমন্স

বাসস
প্রকাশ: ১৫ জুন ২০২৫, ২১:০৫

ঢাকা, ১৫ জুন ২০২৫ (বাসস) : শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ খেলতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। 

শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগে অসুস্থ হয়ে পড়েছেন টেস্ট দলের সহ-অধিনায়ক মিরাজ। জ্বরে ভুগছেন এই অলরাউন্ডার। তাই লংকানদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের আগে বাংলাদেশের অনুশীলন মিস করেছেন মিরাজ। 

আজ গল-এ সাংবাদিকদের সিমন্স বলেন, ‘আজ সকালের শেষ আপডেট হল, গত কয়েকদিনের চেয়ে অনেক ভালো আছেন মিরাজ। আজ সন্ধ্যায় ওষুধ খাওয়ার পর আমরা দেখব কি অবস্থা হয়। আশা করি আগামীকাল অনুশীলন করতে পারবে এবং প্রথম টেস্টে খেলার জন্য প্রস্তুত হয়ে উঠবেন।’

গত এক বছরে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক এবং উইকেট শিকারী মিরাজ। ৫৯৮ রান করার পাশাপাশি ৪১ উইকেট শিকার করেছেন তিনি। 

দলের অন্যতম সেরা পারফরমারের অসুস্থতায় চিন্তিত দলের কোচ সিমন্স। তবে মিরাজ সুস্থ হতে না পারলে দলের অন্যদের উপর ভরসা রাখতে চান টাইগার কোচ। 
সিমন্স বলেন, ‘অবশ্যই এটা কিছুটা উদ্বেগের বিষয়। কিন্তু এটি একজনের সমস্যা অন্যজনের জন্য সুযোগ। দলের সবাই চায় মিরাজ সুস্থ হয়ে উঠুক। পাশাপাপাশি তারা এটিও জানে যদি মিরাজ খেলতে না পারে তাহলে অন্য কাউকে দায়িত্ব নিতে হবে। এটা সমস্যা, তবে সমস্যাটা মধুর।’

প্রথম টেস্টের জন্য গল ভেন্যুতে পৌঁছানোর পর আজ প্রথম অনুশীলন করেছে বাংলাদেশ দল। বৃষ্টির কারণে গত কয়েকদিন হোটেলে বন্দি ছিল তারা। 

২০১৩ সালের সফরে গল-এ ডাবল সেঞ্চুরি করেছিলেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। সিমন্স চান, এই সিরিজে মুশি ক্রিকেট খেলা উপভোগ করবে।

তিনি বলেন, ‘আমি চাই মুশফিক যা করছে, সেটাই উপভোগ করবে। শেষবার যখন আমি এখানে তার ইনিংসটি দেখেছিলাম তখন মনে হয়েছে সে তার খেলা উপভোগ করেছে। অন্য যেকোন খেলোয়াড়ের চেয়ে তার থেকে বেশি প্রত্যাশা নেই। আমি চাই সে তার খেলা উপভোগ করুক।’

গল-এর উইকেট থেকে স্পিনাররা সুবিধা পাবে বলে মনে করেন সিমন্স। তিনি বলেন, ‘উইকেট খুব ভালো দেখাচ্ছে। আগামীকাল আরেকটু রোল করা হলে উইকেটের আসল চেহারা দেখা যাবে। এখানে সবসময়ই স্পিন ধরে। কিন্তু প্রশ্নটা হচ্ছে বল কতটা স্পিন করবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০