প্রথমবারের মত বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় স্থানে উঠল দক্ষিণ আফ্রিকা

বাসস
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ১৭:২১

ঢাকা, ১৬ জুন, ২০২৫ (বাসস) : সদ্য আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা। লর্ডসের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মত বিশ্ব চ্যাম্পিয়ন এবং ২৭ বছর পর আইসিসি ইভেন্টের শিরোপা জিতে নেয় প্রোটিয়ারা। বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। 

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ১১১ রেটিং নিয়ে টেবিলের তৃতীয় স্থানে ছিল দক্ষিণ আফ্রিকা। ফাইনাল জয়ের পর ৩ রেটিং পেয়ে এক ধাপ এগিয়ে র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে উঠল প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় স্থান জায়গা করে নেওয়ায়, তৃতীয় স্থানে নেমে যেতে হয়েছে ইংল্যান্ডকে। তাদের রেটিং ১১৩। দক্ষিণ আফ্রিকার সাথে ইংল্যান্ডের রেটিং ব্যবধান মাত্র ১।

দক্ষিন আফ্রিকার কাছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হারলেও র‌্যাংকিংয়ে কোন অবনতি হয়নি অস্ট্রেলিয়ার। ১২৩ রেটিং নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে অসিরা। 

আগের মত চতুর্থ থেকে অষ্টম স্থানে আছে যথাক্রমে- ভারত (১০৫ রেটিং), নিউজিল্যান্ড (৯৫ রেটিং), শ্রীলংকা (৮৭ রেটিং), পাকিস্তান (৭৮ রেটিং)ও ওয়েস্ট ইন্ডিজ (৭৩ রেটিং)। ৬২ রেটিং নিয়ে নবম স্থানে আছে বাংলাদেশ। 

শেষ তিনটি স্থানে আছে আয়ারল্যান্ড, আফগানিস্তান ও জিম্বাবুয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০