শ্রীলংকায় টেস্ট জেতা কঠিন, কিন্তু অসম্ভব নয় : হান্নান

বাসস
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ২০:০২

ঢাকা, ১৬ জুন ২০২৫ (বাসস) : সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে শ্রীলংকার মাটিতে বাংলাদেশ টেস্ট জিততে পারবে বলে মনে করেন সদ্য বয়স-ভিত্তিক ক্রিকেটে কোচ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফিরে আসা হান্নান সরকার।

আগামীকাল থেকে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ। 

সাবেক জাতীয় নির্বাচক হান্নান বলেন, ‘আমি শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে ইতিবাচক থাকতে চাই। লঙ্কান মাটিতে টেস্ট জেতা কঠিন হবে কিন্তু অসম্ভব কিছু না।’
হান্নান বলেন, ‘সাম্প্রতিকালে আমরা টি-টোয়েন্টি ক্রিকেট নিয়ে বেশি কথা বলছি। কিন্তু আমি মনে করি আমাদের একটি ভারসাম্যপূর্ণ টেস্ট দল আছে।’

তিনি আরও বলেন, ‘সাদমান টেস্ট স্পেশালিস্ট ব্যাটার। তার সাথে মোমিনুল হক এবং মুশফিকুর রহিমের মত অভিজ্ঞতাসম্পন্ন খেলোয়াড় আছে। আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় শান্ত। অলরাউন্ডার হিসেবে দলে মিরাজ আছেন। তাই টেস্টে ভিন্নভাবে চিন্তা করার সুযোগ আছে। কারণ আমাদের অভিজ্ঞ ও ভাল খেলোয়াড় আছে। যারা টেস্টে ভালো করেছে, তারা টি-টোয়েন্টিতে ছিল না।’

হান্নান সরকারের মতে, শ্রীলংকার বিপক্ষে অতীত রেকর্ডের ভিত্তিতে এবার সিরিজ ড্র হলে বড় অর্জন হবে।

তিনি বলেন, ‘শ্রীলংকার মাটিতে খেলা খুবই কঠিন। তাদের কন্ডিশনে আমাদের ফলাফল যথেষ্ট ভালো নয়। তবে আমাদের বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় আছে। টেস্ট দল হিসেবে আমাদের খেলোয়াড়রা তাদের চেয়ে বেশি অভিজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘সিনিয়র খেলোয়াড়রা আমাদের পথ দেখাতে পারে। আমি মনে করি না, আমাদের এই সিরিজ ২-০ ব্যবধানে জিততে হবে। আমি মনে করি আমরা যদি সিরিজ ড্র করতে পারি, সেটিও একটা অর্জন হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর
কুমিল্লায় সড়ক ক্ষতিগ্রস্ত করায় ট্রাক মালিককে জরিমানা
সেপ্টেম্বরে বিজিবির অভিযানে ১৭১.৬ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ
আন্ত:বাহিনী অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু
মধ্যপ্রাচ্যের মতো ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পকে জেলেনস্কির আহ্বান
ন্যাম বৈঠকে যোগ দিতে কাম্পালার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র উপদেষ্টা
১০