৫৮ বছর বয়সেও খেলার মাঠে ‘কিং কাজু’

বাসস
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ২০:২৫

ঢাকা, ১৬ জুন ২০২৫ (বাসস) : পেশাদার ফুটবলার হিসেবে ৫৮ বছর বয়সেও মাঠে খেলে যাচ্ছেন জাপানীজ স্টাইকার কাজুইউশি মিউরা। আর এজন্য রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন ‘কিং কাজু’ হিসেবে পরিচিত এই স্ট্রাইকার। জাপানের চতুর্থ টায়ারে তিনি ক্যারিয়ারের ৪০তম মৌসুমে গতকাল খেলেছেন। 

জাতীয় দলের সাবেক এই স্ট্রাইকার জাপানের সবচেয়ে বেশী বয়সী পেশাদার খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েছেন। তার এই রেকর্ড অন্য কারো পক্ষে ভাঙ্গা সম্ভব নয় বলে অনেকেই মনে করেন। 

রোববার এ্যাথলেটিকো সুজুকার হয়ে বদলী হিসেবে ৮২ মিনিটে মাঠে নামেন কাজু। জাপান ফুটবল লিগে তার ক্লাব শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। 

৯০’র দশকে এশিয়ার জনপ্রিয় ফুটবলার ছিলেন কাজু। ম্যাচ শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেছেন ৫৮ বছর ১০৯ দিনে মাঠে নেমে দলীয় জয়ে সহযোগিতা করতে পেরে তিনি দারুন আনন্দিত। এ সম্পর্কে কাজু বলেন, ‘সতীর্থ ও ট্রেইনারদের কাছ থেকে যে ধরনের সহযোগিতা আমি পেয়েছি সেজন্য তাদেরকে ধন্যবাদ। তাদের জন্যই এই বয়সেও আমি মাঠে নামতে পারছি। এখন আমি নিজের খেলা আরো ভাল করতে চাই।’ 

পর্তুগীজ দ্বিতীয় বিভাগের ক্লাব অলিভেইরেন্সে দুই মৌসুম কাটানোর পর গত বছর জাপানে ফিরে আসেন কাজু। ইউকোহামা এফসি থেকে ধারে সুজুকার হয়ে নয়টি ম্যাচ খেলেছেন কাজু। 

১৯৮৬ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে তার পেশাদার ক্যারিয়ারের অভিষেক হয়। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ইতালি, ক্রোয়েশিয়া ও অস্ট্রেলিয়ায়ও খেলেছেন।

১৯৯৩ সালে পেশাদার জে-লিগ শুরুর মাধ্যমে জাপানীজ ফুটবলকে সামনে এগিয়ে নিয়ে যাবার পিছনে এই ফরোয়ার্ডের অবদান রয়েছে। ১৯৯০ সালে তার জাপানের জার্সিতে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল। কিন্তু জাতীয় দলের হয়ে ৮৯ ম্যাচে ৫৫ গোল করা সত্তেও ১৯৯৮ সালে প্রথমবারের মত বিশ্বকাপের মঞ্চে তিনি জাপান দল থেকে বাদ পড়েছিলেন। যা নিয়ে ঐ সময় ব্যপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল জাপানকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০