৫৮ বছর বয়সেও খেলার মাঠে ‘কিং কাজু’

বাসস
প্রকাশ: ১৬ জুন ২০২৫, ২০:২৫

ঢাকা, ১৬ জুন ২০২৫ (বাসস) : পেশাদার ফুটবলার হিসেবে ৫৮ বছর বয়সেও মাঠে খেলে যাচ্ছেন জাপানীজ স্টাইকার কাজুইউশি মিউরা। আর এজন্য রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন ‘কিং কাজু’ হিসেবে পরিচিত এই স্ট্রাইকার। জাপানের চতুর্থ টায়ারে তিনি ক্যারিয়ারের ৪০তম মৌসুমে গতকাল খেলেছেন। 

জাতীয় দলের সাবেক এই স্ট্রাইকার জাপানের সবচেয়ে বেশী বয়সী পেশাদার খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়েছেন। তার এই রেকর্ড অন্য কারো পক্ষে ভাঙ্গা সম্ভব নয় বলে অনেকেই মনে করেন। 

রোববার এ্যাথলেটিকো সুজুকার হয়ে বদলী হিসেবে ৮২ মিনিটে মাঠে নামেন কাজু। জাপান ফুটবল লিগে তার ক্লাব শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। 

৯০’র দশকে এশিয়ার জনপ্রিয় ফুটবলার ছিলেন কাজু। ম্যাচ শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেছেন ৫৮ বছর ১০৯ দিনে মাঠে নেমে দলীয় জয়ে সহযোগিতা করতে পেরে তিনি দারুন আনন্দিত। এ সম্পর্কে কাজু বলেন, ‘সতীর্থ ও ট্রেইনারদের কাছ থেকে যে ধরনের সহযোগিতা আমি পেয়েছি সেজন্য তাদেরকে ধন্যবাদ। তাদের জন্যই এই বয়সেও আমি মাঠে নামতে পারছি। এখন আমি নিজের খেলা আরো ভাল করতে চাই।’ 

পর্তুগীজ দ্বিতীয় বিভাগের ক্লাব অলিভেইরেন্সে দুই মৌসুম কাটানোর পর গত বছর জাপানে ফিরে আসেন কাজু। ইউকোহামা এফসি থেকে ধারে সুজুকার হয়ে নয়টি ম্যাচ খেলেছেন কাজু। 

১৯৮৬ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে তার পেশাদার ক্যারিয়ারের অভিষেক হয়। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ইতালি, ক্রোয়েশিয়া ও অস্ট্রেলিয়ায়ও খেলেছেন।

১৯৯৩ সালে পেশাদার জে-লিগ শুরুর মাধ্যমে জাপানীজ ফুটবলকে সামনে এগিয়ে নিয়ে যাবার পিছনে এই ফরোয়ার্ডের অবদান রয়েছে। ১৯৯০ সালে তার জাপানের জার্সিতে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল। কিন্তু জাতীয় দলের হয়ে ৮৯ ম্যাচে ৫৫ গোল করা সত্তেও ১৯৯৮ সালে প্রথমবারের মত বিশ্বকাপের মঞ্চে তিনি জাপান দল থেকে বাদ পড়েছিলেন। যা নিয়ে ঐ সময় ব্যপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল জাপানকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর
কুমিল্লায় সড়ক ক্ষতিগ্রস্ত করায় ট্রাক মালিককে জরিমানা
সেপ্টেম্বরে বিজিবির অভিযানে ১৭১.৬ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ
আন্ত:বাহিনী অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু
মধ্যপ্রাচ্যের মতো ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পকে জেলেনস্কির আহ্বান
ন্যাম বৈঠকে যোগ দিতে কাম্পালার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র উপদেষ্টা
১০