ফোর্বস এশিয়ার তালিকায় জায়গা করে নিলেন পাকিস্তানের অলিম্পিক চ্যাম্পিয়ন আরশাদ

বাসস
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১৭:১৩

ঢাকা, ১৭ জুন ২০২৫ (বাসস) : প্রথম পাকিস্তানী হিসেবে অলিম্পিকে ব্যক্তিগত স্বর্ণ জয়ের সুবাদে ২০২৫ সালে ফোর্বস ‘৩০ আন্ডার ৩০’ দক্ষিণ এশিয়ার তালিকায় জায়গা করে নিয়েছেন তারকা জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিম। 

ফোর্বসের মর্যাদাপূর্ণ বার্ষিক তালিকাটি এই অঞ্চলের সবচেয়ে প্রভাবশালী তরুণ নেতা, উদ্ভাবক এবং পরিবর্তন আনয়নকারীদের স্বীকৃতি দেয়। নাদিমের অন্তর্র্ভূক্তি কেবল তার রেকর্ড-ব্রেকিং এ্যাথলেটিক কৃতিত্বকেই তুলে ধরেনি, বরং দক্ষিণ এশিয়া জুড়ে তার ক্রমবর্ধমান সাংস্কৃতিক প্রভাবকেও তুলে ধরেছে।

২৮ বছর বয়সী নাদিম ট্র্যাক এন্ড ফিল্ডে প্রথম পাকিস্তানী এ্যাথলেট হিসেবে এই সম্মান অর্জণ করলেন। বিশ্ব মঞ্চে কোন পাকিস্তানী ক্রীড়াবিদের জন্য এটি একটি মাইলফলক।

প্যারিস অলিম্পিকে ৯২.৯৭ মিটার রেকর্ড দূরত্বে জ্যাভলিন পাঠিয়ে নাদিম পুরো বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। এর মাধ্যমে প্রথম কোন পাকিস্তানী এ্যাথলেট হিসেবে অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জয়ের কৃতিত্ব দেখান নাদিম। একইসাথে পাকিস্তানের তিন দশকের স্বর্ণ পদকের খরাও শেষ হয়েছে। 

ফোর্বস নাদিমের পারফরম্যান্সকে 'অত্যাশ্চর্য প্রদর্শন' হিসেবে বর্ণনা করেছে এবং দক্ষিণ এশীয় ক্রীড়াবিদদের জন্য একজন পথপ্রদর্শক হিসেবে তার প্রশংসা করেছে।

সম্প্রতি নাদিম পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রেখে এশিয়ান এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপেও স্বর্ণ পদক জয় করেছেন। এর মাধ্যমে বিশ্বের অন্যতম শীর্ষ জ্যাভলিন থ্রোয়ার হিসেবে নিজের অবস্থান আরো শক্তিশালী করেছেন।

এ পর্যন্ত বড় কোন আসরের চারটি স্বর্ণ পদক জয় করেছেন নাদিম। এই ইভেন্টে নাদিমকে এখন পুরো বিশ্বই সমীহ করা শুরু করেছে। 

আন্তর্জাতিক ক্রীড়াবিদ হিসেবে ফোর্বসের ‘৩০ আন্ডার ৩০’ তালিকায় নাদিমের সাথে আরো রয়েছেন অস্ট্রেলিয়ান সাঁতারু কেইলি ম্যাককিওন ও ভারতের ১৯ বছর বয়সী গ্র্যান্ডমাস্টার গুকেশ ডোমারাজু। 

২০২২ সালে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে প্রথম স্বর্ণ পদক জয় করেছিলেন নাদিম। এরপর বুদাপেস্টে ২০২৩ সালের বিশ্ব চ্যাম্পিয়নশীপে রৌপ্য পদক লাভ করেন। 

বিভিন্ন প্রতিযোগিতায় নাদিম এ পর্যন্ত চারটি স্বর্ণ, একটি রৌপ্য ও চারটি ব্রোঞ্চ পদক জয় করেছেন। এর মধ্যে অলিম্পিক, বিশ্ব চ্যাম্পিয়নশীপ, কমনওয়েলথ গেমস, এশিয়াম গেমস, ইসলামিক সলিডারিটি গেমস, এসএ গেমস ও এশিয়ান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশীপ রয়েছে। 

সেপ্টেম্বরে বিশ্ব এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশীপকে সামনে রেখে নাদিম বর্তমানে ইংল্যান্ডে ট্রেনিংয়ে ব্যস্ত আছেন। 

এই একটিমাত্র বড় আসরে এখনো পর্যন্ত স্বর্ণ জেতা হয়নি নাদিমের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর
কুমিল্লায় সড়ক ক্ষতিগ্রস্ত করায় ট্রাক মালিককে জরিমানা
সেপ্টেম্বরে বিজিবির অভিযানে ১৭১.৬ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ
আন্ত:বাহিনী অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু
মধ্যপ্রাচ্যের মতো ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পকে জেলেনস্কির আহ্বান
ন্যাম বৈঠকে যোগ দিতে কাম্পালার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র উপদেষ্টা
১০