এশিয়া কাপ আরচ্যারীর ফাইনালে আলিফ

বাসস
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১৮:২৯

ঢাকা, ১৭ জুন ২০২৫ (বাসস) : সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-২’ এর রিকার্ভ পুরুষ একক ইভেন্টে ফাইনালে উঠেছেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ। আজ সকালে অনুষ্ঠিত এলিমিনেশন রাউন্ডে ১/৮ পর্বে আলিফ ৬-৪ সেটে মালয়েশিয়ার ‘বুস্তামিন মুহাম্মদ শাফিককে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হন। কোয়ার্টার ফাইনালে আলিফ ৭-৩ সেটে চাইনিজ তাইপের লিউ তাই-ইয়েনকে পরাজিত করে সেমি-ফাইনালে উন্নীত হন। সেমিফাইনালে আলিফ ৭-৩ সেটে চাইনিজ তাইপের ‘চেন পিন-আনকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছেন। 

কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টে কোয়ার্টার ফাইনাল খেলায় বাংলাদেশের হিমু বাছাড় ১৪৫-১৪৪ স্কোরের ব্যবধানে ভারতের থিরুমুরু গণেশ মনি রত্নমকে পরাজিত করে সেমি-ফাইনালে উন্নীত হন। শেষ চারের লড়াইয়ে হিমু বাছাড় ১৪৩-১৪৭ স্কোরের ব্যবধানে ভারতের দালাল কুশলের কাছে পরাজিত হন।

কম্পাউন্ড মহিলা একক ইভেন্টের ১/৮ খেলায় বাংলাদেশের পুস্পিতা জামান ১৩৪-১৪৬ স্কোরে ভারতের ঠোকাল তানিস্কা নীলকুমার এর নিকট পরাজিত হন। 

আগামীকাল সিঙ্গাপুর সময় সকাল ৯টা হতে এলিমিনেশন রাউন্ডের দলগত ইভেন্টের খেলা শুরু হবে। 

আগামী ২০ জুন আব্দুর রহমান আলিফ এবং জাপানের মিয়াতা গাকুতো এর মধ্যে রিকার্ভ পুরুষ একক ইভেন্টে স্বর্ণ পদকের ম্যাচ অনুষ্ঠিত হবে। 

এছাড়া কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টে হিমু বাছাড় এবং ভারতের চেচি শচীন এর মধ্যে ব্রোঞ্জ মেডেল ম্যাচ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর
কুমিল্লায় সড়ক ক্ষতিগ্রস্ত করায় ট্রাক মালিককে জরিমানা
সেপ্টেম্বরে বিজিবির অভিযানে ১৭১.৬ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ
আন্ত:বাহিনী অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু
মধ্যপ্রাচ্যের মতো ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পকে জেলেনস্কির আহ্বান
ন্যাম বৈঠকে যোগ দিতে কাম্পালার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র উপদেষ্টা
১০