এশিয়া কাপ আরচ্যারীর ফাইনালে আলিফ

বাসস
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১৮:২৯

ঢাকা, ১৭ জুন ২০২৫ (বাসস) : সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ-২’ এর রিকার্ভ পুরুষ একক ইভেন্টে ফাইনালে উঠেছেন বাংলাদেশের আব্দুর রহমান আলিফ। আজ সকালে অনুষ্ঠিত এলিমিনেশন রাউন্ডে ১/৮ পর্বে আলিফ ৬-৪ সেটে মালয়েশিয়ার ‘বুস্তামিন মুহাম্মদ শাফিককে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হন। কোয়ার্টার ফাইনালে আলিফ ৭-৩ সেটে চাইনিজ তাইপের লিউ তাই-ইয়েনকে পরাজিত করে সেমি-ফাইনালে উন্নীত হন। সেমিফাইনালে আলিফ ৭-৩ সেটে চাইনিজ তাইপের ‘চেন পিন-আনকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করেছেন। 

কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টে কোয়ার্টার ফাইনাল খেলায় বাংলাদেশের হিমু বাছাড় ১৪৫-১৪৪ স্কোরের ব্যবধানে ভারতের থিরুমুরু গণেশ মনি রত্নমকে পরাজিত করে সেমি-ফাইনালে উন্নীত হন। শেষ চারের লড়াইয়ে হিমু বাছাড় ১৪৩-১৪৭ স্কোরের ব্যবধানে ভারতের দালাল কুশলের কাছে পরাজিত হন।

কম্পাউন্ড মহিলা একক ইভেন্টের ১/৮ খেলায় বাংলাদেশের পুস্পিতা জামান ১৩৪-১৪৬ স্কোরে ভারতের ঠোকাল তানিস্কা নীলকুমার এর নিকট পরাজিত হন। 

আগামীকাল সিঙ্গাপুর সময় সকাল ৯টা হতে এলিমিনেশন রাউন্ডের দলগত ইভেন্টের খেলা শুরু হবে। 

আগামী ২০ জুন আব্দুর রহমান আলিফ এবং জাপানের মিয়াতা গাকুতো এর মধ্যে রিকার্ভ পুরুষ একক ইভেন্টে স্বর্ণ পদকের ম্যাচ অনুষ্ঠিত হবে। 

এছাড়া কম্পাউন্ড পুরুষ একক ইভেন্টে হিমু বাছাড় এবং ভারতের চেচি শচীন এর মধ্যে ব্রোঞ্জ মেডেল ম্যাচ অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০