গল-এ মুশফিকের রান বন্যা অব্যাহত

বাসস
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ২১:০৬

ঢাকা, ১৭ জুন ২০২৫ (বাসস) : গল আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে আজ থেকে শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই সেঞ্চুরি করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। প্রথম দিন শেষে শান্ত ১৩৬ ও মুশফিক ১০৫ রানে অপরাজিত আছেন। এই নিয়ে দ্বিতীয়বার গল-এ সেঞ্চুরি করলেন মুশফিক। এর আগে ২০০ রানের ইনিংস খেলেছিলেন তিনি।  সেই সাথে ৩ ম্যাচের চতুর্থ ইনিংসে গল-এর ভেন্যুতে ৪শ রান পূর্ণ করেছেন মুশফিক। 

গত আগস্টে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্টে ১৯১ রানের ইনিংস খেলেছিলেন মুশফিক। এরপর ৭ টেস্টের ১৩ ইনিংসে হাফ-সেঞ্চুরির ধারে কাছেও যেতে পারেননি। যে কারনে মুশফিকের ফর্ম নিয়ে সমালোচনায় মেতে উঠে সমালোচকরা। 

অবশেষে ঐতিহাসিক গল-এ রান খড়া কাটালেন মুশফিক। ১৮৬ বলে ৫টি চারে ১০৫ রানের নান্দনিক ইনিংস খেললেন তিনি। 

এই মাঠেই বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি আছে মুশফিকের। ২০১৩ সালে শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ২২টি চার ও ১টি ছক্কায় ৩২১ বলে ২০০ রানের ইনিংস খেলেছিলেন মুশি। 

২০১৭ সালে আবার গল-এ খেলেন মুশফিক। ঐ টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ৮৫ এবং ৩৪ রান করেছিলেন তিনি। ঐ ম্যাচে ২৫৯ রানে হেরেছিল বাংলাদেশ।

এবার দলের প্রয়োজনীয় মুর্হূতে গুরুত্বপূর্ণ শতক হাঁকালেন মুশফিক। এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৫ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে অধিনায়ক শান্তর সাথে ২৪৭ রানের জুটি গড়ার পথে সেঞ্চুরির দেখা পান মুশফিক। এতে দিন শেষে ৩ উইকেটে ২৯২ রান তুলেছে টাইগাররা। 

এই সেঞ্চুরির সুবাদে গল-এ ৪শ রান পূর্ণ করেছেন মুশফিক। ৩ ম্যাচের ৪ ইনিংসে তার রান এখন ৪২৪। গড়- ১৪১.৩৩। এই ভেন্যুতে তিনটি ইনিংস ব্যাট করা ব্যাটারদের মধ্যে সেরা গড়।

আর রান বিবেচনায় সফরকারী ব্যাটারদের মধ্যে পঞ্চম স্থানে উঠেছেন তিনি। এক্ষেত্রে মুশফিকুর উপরে আছেন পাকিস্তানের ইউনিস খান, অস্ট্রেলিয়ার উসমান খাজা, স্টিভেন স্মিথ, ইংল্যান্ডের জো রুট। 

২৩ ম্যাচের ৩৭ ইনিংসে ২৩৮২ রান নিয়ে এই ভেন্যুতে সর্বোচ্চ রানের মালিক শ্রীলংকার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর
কুমিল্লায় সড়ক ক্ষতিগ্রস্ত করায় ট্রাক মালিককে জরিমানা
সেপ্টেম্বরে বিজিবির অভিযানে ১৭১.৬ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ
আন্ত:বাহিনী অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু
মধ্যপ্রাচ্যের মতো ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পকে জেলেনস্কির আহ্বান
ন্যাম বৈঠকে যোগ দিতে কাম্পালার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র উপদেষ্টা
১০