শান্তর উইকেট হারিয়ে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১৩:২০

ঢাকা, ১৮ জুন ২০২৫ (বাসস) : শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত ১১৭ ওভারে ৪ উইকেটে ৩৮৩ রান করেছে সফরকারী বাংলাদেশ। 

আজ দ্বিতীয় দিনের প্রথম সেশনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে ২৭ ওভারে ৯১ রান যোগ করেছে বাংলাদেশ। 

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৯০ ওভারে ৩ উইকেটে ২৯২ রান করেছিল বাংলাদেশ। শান্ত ১৩৬ ও মুশফিকুর রহিম ১০৫ রানে অপরাজিত ছিলেন। 

দ্বিতীয় দিন ১২ রান যোগ করে সাজঘরে ফিরেন শান্ত। শ্রীলংকার পেসার আসিথা ফার্নান্দোর শিকার হবার আগে ২৭৯ বল খেলে ১৫টি চার ও ১টি ছক্কায় ১৪৮ রান করেন শান্ত। 

চতুর্থ উইকেটে মুশফিকের সাথে ৪৮০ বলে ২৬৪ রানের জুটি গড়েন শান্ত। বাংলাদেশের হয়ে চতুর্থ উইকেট জুটিতে এটি দ্বিতীয় সর্বোচ্চ।

শান্তর বিদায়ে ক্রিজে মুশফিকের সঙ্গী হন উইকেটরক্ষক লিটন দাস। পঞ্চম উইকেটে ১২৫ বলে ৭৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে প্রথম সেশন শেষ করেন মুশফিক ও লিটন। 

মুশফিক ১৪১ ও লিটন ৪৩ রানে অপরাজিত আছেন। 

শ্রীলংকার অভিষিক্ত স্পিনার থারিন্দু রত্নায়েকে এবং পেসার আসিথা ফার্নান্দো ২টি করে উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০