২ হাজার রানের ক্লাবে শান্ত

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১৫:৫৭
নাজমুল হোসেন শান্ত -ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ জুন ২০২৫ (বাসস) : বাংলাদেশের দশম ব্যাটার হিসেবে টেস্টে ২ হাজার রানের ক্লাবে নাম লিখিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৭৯ বল খেলে ১৫টি চার ও ১টি ছক্কায় ১৪৮ রানে আউট হন শান্ত। এই ইনিংস খেলার পথে টেস্টে ২ হাজার রান পূর্ণ করেন তিনি। 

২০১৭ সালের জানুয়ারিতে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় শান্তর। এরপর দেশের হয়ে ৩৬ টেস্ট খেলেছেন তিনি। ৬৭ ইনিংস ব্যাট করে এখন পর্যন্ত ২০৩৭ রান করেছেন এই বাঁ-হাতি ব্যাটার। ৬টি সেঞ্চুরির পাশাপাশি ৫টি হাফ-সেঞ্চুরি আছে তার। ব্যাটিং গড়- ৩০.৮৬। 

শান্তর আগে বাংলাদেশের হয়ে টেস্টে ২ হাজার রানের ক্লাবে নাম লিখিয়েছেন মুশফিকুর রহিম (৬২১৪, গল টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন পর্যন্ত), তামিম ইকবাল (৫১৩৪), সাকিব আল হাসান (৪৬০৯) মোমিনুল হক (৪৫৭৭), হাবিবুল বাশার (৩০২৬), মাহমুদুল্লাহ রিয়াদ (২৯১৪), লিটন দাস (২৭৯৬), মোহাম্মদ আশরাফুল (২৭৩৭) ও মেহেদি হাসান মিরাজ (২০৬৮)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০