কোহলির লড়াকু মানসিকতা মিস করবে ভারত : স্টোকস

বাসস
প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১৬:৪৮
বেন স্টোকস -ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ জুন, ২০২৫ (বাসস) : আসন্ন টেস্ট সিরিজে বিরাট কোহলির লড়াকু মানসিকতা ভারত মিস করবে বলে মনে করেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। সম্প্রতি টেস্ট থেকে অবসর নেন কোহলি। এজন্য কোহলিকে ছাড়াই আগামী ২০ জুন থেকে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে টিম ইন্ডিয়া। কোহলির মত টেস্ট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মাও। কোহলি-রোহিতকে ছাড়াই ইংল্যান্ডের মুখোমুখি হবে ভারত। 

গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মঞ্চে ২০ ওভারের ক্রিকেটকে বিদায় বলেছিলেন রোহিত ও কোহলি। এ বছরের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন এই দু’জন। তাই ইংল্যান্ড সফর দিয়ে রোহিত-কোহলিকে ছাড়াই ভারতের টেস্ট যুগ শুরু হচ্ছে। 

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে কোহলির অভাব ভারত টের পাবে বলে মনে মন্তব্য করেছেন স্টোকস। 

ইংল্যান্ড ক্রিকেটের প্রকাশিত একটি ভিডিওতে স্টোকস বলেন, ‘আমার মনে হয় কোহলির লড়াকু মানসিকতার অভাব বোধ করবে ভারত। কোহলির আগ্রাসন এবং জয়ের ক্ষুধা অন্যদের থেকে আলাদা। জার্সির পেছনে ১৮ সংখ্যাকে নিজেরই বানিয়ে ফেলেছিল কোহলি। পরের সিরিজে ভারতের কারও জার্সির পেছনে ১৮ নম্বর দেখতে পাব না, এটা ভেবেই খারাপ লাগছে। দীর্ঘ দিন খেলার ফলে কোহলি ভারতীয় দলে একটা আলাদা পরিচিতি তৈরি করে ফেলেছিল।’

অবসর ঘোষণার পর কোহলিকে বার্তা পাঠিয়েছিলেন স্টোকস। ইংলিশ দলনেতা বলেন, ‘আমি তাকে টেক্সট করেছিলাম, বলেছিলাম যে তার বিপক্ষে খেলতে না পারা দুঃখের বিষয়। কারণ আমি কোহলির বিপক্ষে খেলতে ভালবাসি। আমরা একে অপরের বিপক্ষে খেলতে ভালবাসি। কারণ মাঠে নামার সময় আমাদের লড়াই করার মানসিকতা থাকে।’

কোহলির প্রশংসা করে স্টোকস আরও বলেন, ‘কোহলি অসাধারণ ক্রিকেটার। আমি নিশ্চিত পুরো ভারত তার প্রশংসা করে। আমরাও করি। ইংল্যান্ডের মাটিতে তার রেকর্ড অনেক ভাল। সে একজন জাত খেলোয়াড়।’

টেস্ট ক্রিকেটে ১২৩ ম্যাচে ৯২৩০ রান নিয়ে ভারতের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি। ৩০টি সেঞ্চুরি এবং ৩১টি হাফ-সেঞ্চুরি আছে তার। 

ইংল্যান্ডের মাটিতে ১৭ টেস্ট খেলে ২ শতক ও ৫ অর্ধশতকে ১০৯৬ রান করেছেন কোহলি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্পের সঙ্গে আবারো জেলেনস্কির ফোনালাপ
সব জিম্মি ইসরাইলে পৌঁছলে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি: ইসরাইলের প্রধানমন্ত্রীর দপ্তর
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা
আগামীকাল ঝালকাঠিতে দুদকের গণশুনানি
খুলনাকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন রংপুর
কুমিল্লায় সড়ক ক্ষতিগ্রস্ত করায় ট্রাক মালিককে জরিমানা
সেপ্টেম্বরে বিজিবির অভিযানে ১৭১.৬ কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ
আন্ত:বাহিনী অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু
মধ্যপ্রাচ্যের মতো ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পকে জেলেনস্কির আহ্বান
ন্যাম বৈঠকে যোগ দিতে কাম্পালার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র উপদেষ্টা
১০