কাল বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ নারী দল

বাসস
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৬

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : কাল থেকে শুরু হচ্ছে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ। প্রথম দিনই মাঠে নামছে টুর্নামেন্টে অংশ নেওয়ার আট দলের মধ্যে সাতটি। প্রস্তুতি ম্যাচের প্রথম রাউন্ডে খেলবে না অস্ট্রেলিয়া। 

শ্রীলংকার কলম্বোতে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকা নারী দলের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় দুপুর ৩টা ৩০ মিনিটে শুরু হবে। 

এছাড়া দিনের অন্যান্য ম্যাচে মুখোমুখি হবে ভারত ‘এ’ দল বনাম নিউজিল্যান্ড, ভারত বনাম ইংল্যান্ড ও শ্রীলংকা বনাম পাকিস্তান। 

আগামী ২৭ সেপ্টেম্বর কলম্বোতে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভারত ও শ্রীলংকার মাটিতে শুরু হবে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। ২ অক্টোবর কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর ৭ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে লিগ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১০ অক্টোবর নিউজিল্যান্ড, ১৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকা, ১৬ অক্টোবর অস্ট্র্রেলিয়া, ২০ অক্টোবর শ্রীলংকা এবং ২৬ অক্টোবর স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা।

এনিয়ে দ্বিতীয়বার নারী ওয়ানডে বিশ্বকাপে খেলছে বাংলাদেশ। এর আগে ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নিয়েছিল টাইগ্রেসরা। নিজেদের প্রথম আসরে ৭ ম্যাচ খেলে ১টি জয় ও ৬টিতে হেরেছে বাংলাদেশ। ঐ আসরে পাকিস্তানের বিপক্ষে ৯ রানের জয় পেয়েছিল টাইগ্রেসরা।

বাংলাদেশ নারী ওয়ানডে দল : নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রাবেয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃৃষ্ণা, সানজিদা আক্তার, নিশিতা আকতার নিশি ও সুমাইয়া আকতার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভারতীয় মদদপুষ্ট কোনো দল রাজনীতি করতে পারবে না : সারজিস আলম
বাংলাদেশ বেতারের পরিচালক শফিকুল আলমের মৃত্যুতে তথ্য উপদেষ্টার শোক
প্রধান উপদেষ্টার সঙ্গে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বৈঠক
ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সাথে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত
সমৃদ্ধ ও স্থিতিশীলতার অর্থনীতি গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি অধ্যাপক ইউনূসের আহ্বান
মহাকাশ আবহাওয়া পর্যবেক্ষণে নাসার মিশন শুরু
মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের রেকর্ড মুস্তাফিজের
দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে
১০