ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশে খেলবেন অশ্বিন

বাসস
প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৯ আপডেট: : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৪

ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : ভারতের প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে বিগ ব্যাশের আগামী মৌসুমে খেলবেন স্পিনার রবীচন্দ্রন অশ্বিন।  

বিগ ব্যাশের আগামী আসরে সিডনি থান্ডারের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন অশ্বিন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নিয়ম অনুযায়ী দেশের হয়ে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট খেললে ভারতের ক্রিকেটারদের দেশের বাইরের টি-টোয়েন্টি লিগে খেলার অনুমতি দেওয়া হয় না। ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অবসর নিয়েছেন অশ্বিন। তাই দেশের বাইরের টি-টোয়েন্টি লিগে খেলতে আর কোন বাঁধা নেই অশ্বিনের। 

সিডনি থান্ডার অধিনায়ক অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। ঐ দলে যোগ দেওয়ার বিষয়ে অশ্বিন বলেন, ‘থান্ডার আমার ভূমিকা নিয়ে খুব স্পষ্ট ছিল। আমার এবং দলের নেতৃত্বের মধ্যে খুবই ভাল আলোচনা হয়েছে। আমি ডেভিড ওয়ার্নারের খেলার ধরন পছন্দ করি। তার মত নেতার সাথে মানসিকতা মিলে যাওয়ায় কাজ করা আরও সহজ হবে।’

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইএলটি-টোয়েন্টির নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে নাম লিখিয়েছেন অশ্বিন। 

নারী বিগ ব্যাশ লিগে ভারতের স্মৃতি মান্ধানা, জেমিমা রদ্রিগেসসহ ভারতের বেশ কয়েকজন ক্রিকেটার খেলেছেন।

এর আগে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক উন্মুখ চাঁদ এবং সাবেক ঘরোয়া ক্রিকেটার নিখিল চৌধুরী বিগ ব্যাশে খেলেছেন। কিন্তু চাঁদ যুক্তরাষ্ট্রের এবং নিখিল অস্ট্রেলিয়ার নাগরিক হিসেবে খেলেছিলেন। 

আগামী ১৪ ডিসেম্বর থেকে বিগ ব্যাশের আসর শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
দীর্ঘ ৩৫ বছর প্রভাবশালীর দখলে থাকা জমি বুঝিয়ে দিলো আদালত
অবসরে গেলেন তিন সচিব
গাজীপুরে ঝুটের গুদামে আগুন
বাংলাদেশ ও চীনের মধ্যে প্রতিযোগিতার সক্ষমতা বাড়িয়ে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব : প্রাণিসম্পদ উপদেষ্টা
বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১শ উইকেট তাসকিনের
ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব সম্পন্ন
ইসিতে নিবন্ধন পেল লেবার পার্টি
বগুড়ায় প্রতিবন্ধী, কিডনি ও ক্যান্সার রোগীদের পাশে তারেক রহমান
পিআর পদ্ধতি নিয়ে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে : ডা. রফিক
১০