রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস চ্যাম্পিয়নশিপ শুরু

বাসস
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ২০:৩৭
ছবি : বাসস

ঢাকা, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস): রাজশাহী মহানগরীতে শুরু হয়েছে ৩০তম আন্তর্জাতিক (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ।

আজ বিকেলে বেলুন ও ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার বলেন, ‘এটি একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট। আমরা আমাদের সাধ্য অনুযায়ী আন্তর্জাতিক মানের সব আয়োজন করেছি। পদ্মা নদীর পাড়ে অবস্থিত রাজশাহী একটি অত্যন্ত স্বাস্থ্যকর শহর, আর নদীর পাড়েই আমাদের টেনিস কোর্ট।’

তিনি আরও বলেন, ‘সবকিছু মিলিয়ে বহু বছর ধরে আন্তর্জাতিকভাবে এই ভেন্যু ব্যবহার হয়ে আসছে। এ বছরও অনেক খেলোয়াড় এখানে এসেছেন। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে তাদের স্বাগত জানাচ্ছি। আশা করি, সব খেলোয়াড় টেনিসের নিয়মকানুন মেনে খেলোয়াড়সুলভ আচরণ করবেন।’

টুর্নামেন্ট পরিচালক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ এবং রাজশাহী পুলিশ সুপার ফারজানা ইসলাম।

অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে আগত খেলোয়াড় ও ম্যানেজারবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

এবারের টুর্নামেন্টে যুক্তরাষ্ট্র, ভারত, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, জাপান, চীন, মালদ্বীপ, চাইনিজ তাইপে, সিঙ্গাপুর, হংকং এবং অস্ট্রেলিয়ার ৩৯ জনসহ মোট ৫৭ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।

১০ অক্টোবর ফাইনাল ম্যাচের মাধ্যমে টুর্নামেন্ট শেষ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবিতে অনুষ্ঠিত হলো  দুই দিনব্যাপী  জাতীয় বিতর্ক উৎসব
আইনজীবী ফোরামের নেতাদের সঙ্গে পিরোজপুর জেলা বিএনপির মতবিনিময়
ডিএমপির বিশেষ অভিযানে ১৪ জন গ্রেফতার
কন্যাশিশু নির্যাতন ও সহিংসতা থেকে উত্তরণে ১১টি সুপারিশ তুলে ধরেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
ট্রাফিক আইন লঙ্ঘনে গত চার দিনে ডিএমপির ৫,০৯৯টি মামলা
মহানবী (সা.)-এর সীরাতের প্রামাণ্য উপস্থাপন মানুষের অন্তরে প্রোথিত থাকবে : ধর্ম উপদেষ্টা
আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক 
রংপুরকে হারিয়ে দ্বিতীয় জয় রাজশাহীর
সাদমানের প্রথম সেঞ্চুরিতে ঢাকা মেট্রোর বড় জয়
১০