জয়সওয়ালকে বল ছুঁড়ে শাস্তি পেলেন সিলেস

বাসস
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৭:৩০

ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি ভঙ করায় জরিমানার কবলে পড়েছেন ওয়েস্ট ইন্ডিজ পেসার জেইডেন সিলেস।

দিল্লিতে চলমান ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন আচরণবিধি ভঙ্গ করেন সিলেস। ভারতের ব্যাটিং ইনিংসের ২৯তম ওভারের প্রথম চার বলে তিন বাউন্ডারি হজম করেন তিনি। পঞ্চম ডেলিভারি জয়সওয়াল সোজা ব্যাটে খেললে বল পান সিলেস। বল নিয়েই ছুঁড়ে মারেন তিনি। বল গিয়ে লাগে জয়সওয়ালের প্যাডে। 

আইসিসির আচরণবিধির ২.৯ ধারায় বলা আছে, আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন বিপদজনক বা অনুপুযুক্তভাবে কোন খেলোয়াড়ের দিকে বল বা ক্রিকেট সরঞ্জাম ছুঁড়ে মারা শাস্তিযোগ্য অপরাধ। 

এজন্য ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে সিলেসকে। ২৪ মাসের মধ্যে দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট পেলেন সিলেস। ২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে টেস্টে একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন তিনি।

ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের প্রস্তাবিত শাস্তি নিয়ে আপত্তি তুলেন সিলেস। শুনানিতে সিলেস দাবি করেন রান আউটের জন্য স্টাম্পের দিকে বল ছুঁড়ে মারেন তিনি। এরপর পুরো ঘটনার ভিডিও সিলেসকে দেখান পাইক্রফট। পরবর্তীতে শাস্তি মেনে নিয়েছেন সিলেস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা জুনিয়র জে-৩০ প্রতিযোগিতায় জারিফের শুভ সূচনা
ক্যাম্পবেল-হোপের সেঞ্চুরির পরও হারের মুখে ওয়েস্ট ইন্ডিজ
কক্সবাজার বিমানবন্দরকে দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণা
শারমিন-স্বর্ণার হাফ-সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ
রাকসু নির্বাচনে মাঠে থাকবে তিন বাহিনী
বাউফলে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে বাংলাদেশ সফরে আসছেন অস্ট্রেলিয়ার মন্ত্রী ড. অ্যালি 
আগামী ২৯ অক্টোবর থেকে ঢাবি আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু
অক্টোবরের প্রথম ১২ দিনে রেমিট্যান্স প্রবাহ ১৮.৯ শতাংশ প্রবৃদ্ধি
কৃষি ও সিএমএসএমই খাতে ঋণ বাড়াতে প্রভিশন হার কমালো বাংলাদেশ ব্যাংক
১০