ঢাকা, ১৩ অক্টোবর ২০২৫ (বাসস) : গোঁড়ালির ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠতে না পারায় ইসরায়েলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বে ইতালির গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারছেন না মোয়েস কিন। দেশটির ফুটবল ফেডারেশন (এফআইজিসি) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
কিনের অনুপস্থিতি ইতালিয়ান কোচ জেনারো গাত্তুসোর জন্য অনেক বড় দু:শ্চিন্তার। শেষ চার ম্যাচে জাতীয় দলের জার্সিতে ২৫ বছর বয়সী কিন ৬ গোল করেছেন। এর মধ্যে গত সপ্তাহে এস্তোনিয়ার বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচটিতে প্রথম গোলটিও ছিল কিনের। গ্রুপ-আই’য়ের ম্যাচটিতে ৫ মিনিটেই গোল করে কিন আজ্জুরিদের এগিয়ে দেন। কিন্তু এরপরপরই গোঁড়ালির ইনজুরি পরে মাঠ ছাড়তে বাধ্য হন। তার স্থানে মাঠে নামেন পিও এস্পোসিতো।
পাঁচ দলের বাছাইপর্বে ইতালি শীর্ষে থাকা নরওয়ের থেকে ৬ পয়েন্ট পিছিয়ে ও তৃতীয় স্থানে থাকা ইসরায়েলের থেকে তিন পয়েন্ট এগিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
উদিনেসে ইসরায়েলকে হারাতে পারলে অন্তত দ্বিতীয় স্থান ও একইসাথে প্লে-অফে খেলা নিশ্চিত হবে। গ্রুপের শীর্ষ দলই শুধুমাত্র আগামী বছরের বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করবে।
বাছাইপর্বে আর মাত্র তিন ম্যাচ বাকি রয়েছে ইতালির। আগামী মাসে এস্তোনিয়ার বিপক্ষে নরওয়ের পরাজয়ের আশায় থাকবে আজ্জুরিরা। গ্রুপের শেষ ম্যাচে আগামী ১৬ নভেম্বর সান সিরোতে নরওয়েকে আতিথ্য দিবে ইতালি।