শারমিন-স্বর্ণার হাফ-সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে ২৩৩ রানের টার্গেট দিল বাংলাদেশ

বাসস
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৫, ১৯:২৫

ঢাকা, ১৩ অক্টোবর, ২০২৫ (বাসস) : শারমিন আকতার ও স্বর্ণা আকতারের জোড়া হাফ-সেঞ্চুরিতে নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে জয়ের জন্য ২৩৩ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ২৩২ রান করে টাইগ্রেসরা। শারমিন ৭৭ বলে ৫০ এবং স্বর্ণা ৩৫ বলে অপরাজিত ৫১ রান করেন। 

ভারতের বিশাখাপত্তমে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সাবধানে খেলে উদ্বোধনী জুটিতে ৯৭ বলে ৫৩ রান যোগ করে দলকে ভাল শুরু এনে দেন দুই ওপেনার ফারজানা হক ও রুবাইয়া হায়দার। 

১৭তম ওভারের প্রথম বলে সাজঘরে ফিরেন রুবাইয়া। ২ বাউন্ডারিতে ৫২ বলে ২৫ রান করেন তিনি। ২৫তম ওভারে বিদায় নেন ফারজানা। ৩টি বাউন্ডারিতে ৭৬ বলে ৩০ রান করেন এই ডান-হাতি ব্যাটার। 

৭৩ রানের মধ্যে দুই ওপেনার ফেরার পর বাংলাদেশের রানের চাকা সচল রাখেন শারমিন আকতার ও জ্যোতি। তৃতীয় উইকেটে ৯১ বলে ৭৭ রান যোগ করে বাংলাদেশের রান দেড়শতে নেন তারা। ৪১তম ওভারের শুরুতে জ্যোতির বিদায়ে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। ৫ চারে ৪২ বলে ৩২ রান করেন তিনি। 

জ্যোতি ফেরার পর ক্যারিয়ারের ৫০তম ওয়ানডেতে নবম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন শারমিন। অর্ধশতক করেই আউট হন তিনি। ৬টি চারে ৭৭ বলে ৫০ রান করেন তিন নম্বরে নামা শারমিন।

৪৩তম ওভারের তৃতীয় বলে দলীয় ১৬৪ রানে চতুর্থ ব্যাটার হিসেবে শারমিন ফেরার পর বাংলাদেশের রান দ্রুত ঘুরিয়েছেন পাঁচ নম্বরে ব্যাট হাতে নামা স্বর্ণা আকতার। শেষ দিকে স্বর্ণার সাথে তাল মিলিয়েছেন রিতু মনি। সপ্তম উইকেটে স্বর্ণা ও রিতুর ১৮ বলে ৩৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৫০ ওভারে ৬ উইকেটে ২৩২ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। 

৩৪ বলে ওয়ানডেতে প্রথম হাফ-সেঞ্চুরি তুলে ৫১ রানে অপরাজিত থাকেন স্বর্ণা। তার ৩৫ বলের ইনিংসে ৩টি করে চার-ছক্কা ছিল। ৩ বাউন্ডারিতে ৮ বলে ১৯ রানে অপরাজিত থাকেন রিতু। 

দক্ষিণ আফ্রিকার স্পিনার ননকুলুলেকো মালাবা ২ উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রোমে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে অধ্যাপক ইউনূসের বৈঠক
বাংলাদেশি শিক্ষার্থীদের ফ্রান্সে উচ্চশিক্ষা গ্রহণের আমন্ত্রণ
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ১ হাজতির মৃত্যু
চাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ
রেড ক্রস বেশ কয়েকজন মৃত জিম্মির দেহাবশেষ সংগ্রহের জন্য যাচ্ছে: ইসরাইলি সেনাবাহিনী
কক্সবাজারে নৌবাহিনীর উদ্যোগে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন শুরু
জাতির উদ্দেশ্যে প্রেসিডেন্টের ভাষণের পর মাদাগাস্কারে কয়েকশ’ মানুষের উল্লাস 
জাতীয় চ্যাম্পিয়নশীপের মূলপর্বে খুলনা
বাংলাদেশ জলবায়ু ঋণের ফাঁদে আটকা পড়ছে : মাথাপিছু ঋণ ৮০ ডলার
ফিলিপাইনে ৫.৭ মাত্রার ভূমিকম্প; আহত ১৪
১০