ঢাকা, ১৩ অক্টোবর ২০২৫ (বাসস) : রিয়াল মাদ্রিদের বিপক্ষে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে কাফ ইনজুরির কারনে বার্সেলোনার মিডফিল্ডার ডানি ওলমোর খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
পুরোপুরি সুস্থ হতে কতদিন সময় লাগতে পারে এ বিষয় নির্দিষ্ট না করে বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে, ‘ওলমোর বাম কাফ পেশীতে ইনজুরি সমস্যা দেখা দিয়েছে।’
স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে আগামী ১৫ দিনের জন্য ওলমোকে বিশ্রামে থাকতে হতে পারে। এ কারনে আগামী ২৬ অক্টোবর সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে ওলমোর খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
গত সপ্তাহে ইনজুরির কারনে স্প্যানিশ জাতীয় দল থেকে ওলমোকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে। বার্সা ফরোয়ার্ড ফেরান তোরেসও পেশীর ইনজুরি সমস্যায় সোমবার স্পেনের ক্যাম্প ছেড়ে চলে গেছেন। এ কারনে বুলগেরিয়ার বিপক্ষে আগামীকাল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তোরেস খেলতে পারছেন না।