ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৫ (বাসস): বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ট্রফি আজ ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লায় উন্মোচন করা হয়েছে।
১৭ শতকের মুঘল স্থাপত্য লালবাগ কেল্লার বিখ্যাত পরীবিবির মাজারের সামনে আয়োজিত এই অনুষ্ঠানে দুই দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও শাই হোপ উপস্থিত হয়ে যৌথভাবে সিরিজের ট্রফি উন্মোচন করেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান ‘ক্রিকেট ট্যুরিজম’ প্রকল্পের অংশ, যার লক্ষ্য দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে ক্রিকেটের মাধ্যমে বিশ্ব দরবারে তুলে ধরা।
বিসিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই বিশেষ আয়োজনের জন্য লালবাগ কেল্লাকে ভেন্যু হিসেবে ব্যবহারের সুযোগ করে দেওয়ায় আমরা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’