এবাদত-খালেদের তোপে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন বিপাকে ঢাকা বিভাগ

বাসস
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ২০:৩৫

ঢাকা, ১ নভেম্বর, ২০২৫ (বাসস) : সিলেট বিভাগের দুই পেসার এবাদত হোসেন ও খালেদ আহমেদের তোপে জাতীয় ক্রিকেট লিগের ২৭তম আসরের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনই বিপাকে পড়েছে ঢাকা বিভাগ। বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন শেষে ৫ উইকেটে ১২০ রান করেছে ঢাকা। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে বৃষ্টির কারণে সিলেট ও ঢাকার ম্যাচটি শুরু হয় বেলা ১টায়। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৮ রানে ২ উইকেট হারায় ঢাকা। 

দুই ওপেনার রনি তালুকদার ৬ ও আনিসুল ইসলাম ইমন খালি হাতে বিদায় নেন। উইকেট দু’টি ভাগাভাগি করে নেন এবাদত ও খালেদ।

এরপর আশিকুর রহমান শিবলিকে ১৪ রানে খালেদ ও জিশান আলমকে ২০ রানে আউট করেন এবাদত। এতে ৫০ রানে ৪ উইকেট হারায় ঢাকা। 

পঞ্চম উইকেটে ৫১ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন মার্শাল আইয়ুব ও মাহিদুল ইসলাম অঙ্কন। ২৮ রান করে এবাদতের তৃতীয় শিকার হন মার্শাল। 

বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা ৪৩ দশমিক ১ ওভারে শেষ হয়। তাইবুর রহমানকে নিয়ে প্রথম দিন শেষ করেছেন অঙ্কন। তাইবুর ১২ ও অঙ্কন ৩৬ রানে অপরাজিত আছেন।

এবাদত ৩টি ও খালেদ ২ উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় ঐকমত্য কমিশনের কাজ সফলভাবে শেষ হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ১৭০৯ মামলা
১৫০০ রানার নিয়ে কক্সবাজার ম্যারাথন প্রতিযোগিতা সম্পন্ন
গ্রিসে বন্দুকধারীর গুলিতে নিহত ২
প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সাক্ষাৎ, নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা
তুরস্ক থেকে ৫ লক্ষাধিক সিরীয় দেশে ফিরেছে : আঙ্কারা
নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে খুলনায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
তারেক রহমান ঘোষিত ৩১ দফাই আধুনিক বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা : কুমিল্লায় সেমিনারে বক্তারা
চাঁদপুরে কলায় ক্ষতিকর রাসায়নিক স্প্রে করায় জরিমানা
সিলেটে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত
১০