
ঢাকা, ৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : স্পিনার আবরার আহমেদের বোলিং এবং ওপেনার সাইম আইয়ুবের ব্যাটিং নৈপুন্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ জিতল পাকিস্তান।
গতরাতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১৪৯ বল হাতে রেখে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারায় পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান ২ উইকেটে এবং দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জিতেছিল। ফলে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে পাকিস্তান। এর আগে ২০২১ ও ২০২৪ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের সিরিজ যথাক্রমে ২-১ ও ৩-০ ব্যবধানে জিতেছিল পাকিস্তান।
ফয়সালাবাদে সিরিজ নির্ধারনী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৮৬ বলে ৭২ রানের সূচনা করে দক্ষিণ আফ্রিকা। ৩৯ রান করা প্রোটিয়া ওপেনার লুহান ড্রি-প্রিটোরিয়াসকে শিকার করে পাকিস্তানকে প্রথম উইকেট এনে দেন স্পিনার সালমান আঘা।
তিন নম্বরে নামা টনি ডি জর্জিকে ২ রানে শিকার করেন সালমান। ৮৭ রানে ২ উইকেট পতনের পরও কুইন্টন ডি ককের হাফ-সেঞ্চুরিতে ১শ পার করে দক্ষিণ আফ্রিকা।
দলীয় ১০৬ রানে ডি কককে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংসে ব্যাটিং ধস নামান বাঁ-হাতি স্পিনার মোহাম্মদ নাওয়াজ। তার সাথে যোগ দেন আরেক স্পিনার আবরার আহমেদ। এতে ৩৭ রানে শেষ ৮ উইকেট হারিয়ে ৩৭.৫ ওভারে ১৪৩ রানে গুটিয়ে যায় তারা।
দক্ষিণ আফ্রিকার হয়ে ডি ককই সর্বোচ্চ ৫৩ রান করেন। তার ৭০ বলের ইনিংসে ৬টি চার ও ১টি ছক্কা ছিল। এই ইনিংস খেলার পথে দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় দ্রুততম ৭ হাজার রান পূর্ণ করেন ডি কক। সাবেক ব্যাটার হাশিম আমলা ১৫০ ইনিংসে এবং ডি কক ১৫৮ ইনিংসে ৭ হাজার রান পূর্ণ করেছেন।
বোলিংয়ে পাকিস্তানের আবরার ২৭ রানে ৪টি, অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি-সালমান ও নাওয়াজ ২টি করে উইকেট নেন।
জবাবে ইনিংসের দ্বিতীয় বলে ওপেনার ফখর জামানকে হারালেও পাকিস্তানের জয়ের পথ সহজ করেন সাইম। দ্বিতীয় উইকেটে বাবর আজম ও তৃতীয় উইকেটে মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে ৬৫ রানের দু’টি জুটি গড়েন ওপেনার সাইম।
বাবর ২৭ ও সাইম ১১টি চার ও ১টি ছক্কায় ৭০ বলে ৭৭ রানে আউট হন।
চতুর্থ উইকেটে ১৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে পাকিস্তানকে জয়ের বন্দরে নেন রিজওয়ান ও সালাম। রিজওয়ান ৩২ ও সালমান ৫ রানে অপরাজিত ছিলেন।
বল হাতে দলের জয়ে অবদান রাখায় ম্যাচ সেরা হন আবরার। ৩ ইনিংসে ২টি হাফ-সেঞ্চুরি ও ১টি সেঞ্চুরিতে ২৩৯ রান করে সিরিজ সেরা হন ডি কক।
সিরিজের শুরুতে দুই ম্যাচের টেস্ট ১-১ সমতায় শেষ করলেও তিন ম্যাচের টি-টোয়েন্টি ২-১ ব্যবধানে জিতেছে পাকিস্তান।