সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য মরিয়া বাংলাদেশ

বাসস
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১৯:১৫

ঢাকা, ২৮ নভেম্বর ২০২৫ (বাসস) : ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজে টিকে থাকতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। তাই জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। 

অন্যদিকে, জয়ের ধারা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয় নিশ্চিত করতে চায় আয়ারল্যান্ড।

সন্ধ্যা ৬টায় শুরু হওয়া সিরিজের দ্বিতীয় ম্যাচটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস চ্যানেলে। 

গতকাল অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে ৩৯ রানে হেরেছে বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচটি হারতে হয়েছে টাইগারদের। 

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রান করে আয়ারল্যান্ড। তিন নম্বরে নেমে ইনিংসের শেষ পর্যন্ত খেলে ১টি চার ও ৫টি ছক্কায় ৪৫ বলে ৬৯ রান করেন হ্যারি টেক্টর। 

বল হাতে বাংলাদেশের তানজিম হাসান ৪১ রানে ২টি, শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন ১টি করে উইকেট নেন।

জবাবে দলীয় ৫ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতে চাপে পড়ে বাংলাদেশ। টপ অর্ডারের মতো মিডল অর্ডার ব্যাটাররাও ব্যর্থ হলে ৭৪ রানেই ৮ উইকেট পতন হয় টাইগারদের। তবে ব্যতিক্রম ছিলেন তাওহিদ হৃদয়। 

ইনিংসের শেষ পর্যন্ত খেলে বাংলাদেশকে বড় হারের লজ্জা থেকে রক্ষা করেন হৃদয়।

নবম উইকেটে শরিফুল ইসলামকে সঙ্গী করে ৩১ বলে ৪৮ রান যোগ করেন হৃদয়। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে নবম উইকেটে এটিই সর্বোচ্চ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৪২ রান করে ম্যাচ হারে বাংলাদেশ। ৭টি চার ও ৩টি ছক্কায় ৫০ বলে ক্যারিয়ার সেরা ৮৩ রান করেন হৃদয়। 

শুরুতেই ৩ উইকেট পতন বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে বলে জানান অধিনায়ক লিটন দাস। তিনি বলেন, ‘আমি জানি চট্টগ্রামের উইকেট মাঝে মাঝে ব্যাটিং-বান্ধব, বিশেষ করে যখন শিশির থাকে। কিন্তু পাওয়ার-প্লেতে কিছু উইকেট হারিয়ে ফেললে পরের দিকের ব্যাটারদের জন্য পরিস্থিতি খুব কঠিন হয়ে পড়ে। দ্রুত চার উইকেট হারানো আমাদের সমস্যায় ফেলেছে।’

বোলারদের প্রশংসা করে লিটন বলেন, ‘আমাদের বোলাররা ভালো করেছে, বিশেষ করে মুস্তাফিজ। আমরা জানি সে কেমন বোলিং করে। তারপরও, আমরা আরও ভালো বোলিং করতে পারলে প্রতিপক্ষের আরও ২০-২৫ রান কম হতো।’

আয়ারল্যান্ড সিরিজের আগে ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। টানা দ্বিতীয় সিরিজ হারের শঙ্কায় টাইগাররা। 

টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত নয়বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এরমধ্যে টাইগারদের জয় ৫ ম্যাচে ও হার ৩ ম্যাচে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। 

২০২৩ সালে সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল টাইগাররা। 

বাংলাদেশ দল : লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলি, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফ উদ্দিন।

আয়ারল্যান্ড দল : পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, রস অ্যাডায়ার, বেন ক্যালিটজ, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ম্যাথিউ হামফ্রিজ, জশ লিটল, ব্যারি ম্যাকার্থি, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়ং।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বুড়িমারী স্থলবন্দরে এসেছে ভুটানে পণ্য পরিবহনের প্রথম পরীক্ষামূলক ট্রাক
চুয়াডাঙ্গায় বিএনপির পথসভা 
সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য মরিয়া বাংলাদেশ
মৎস্য ও প্রাণিসম্পদ খাত কোনো ভর্তুকি পায় না : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
নোয়াখালী এক্সপ্রেসের হয়ে বিপিএল মাতাবেন চার্লস
ঢাবি উপাচার্যের সঙ্গে আইডিডিইএফের সভাপতির সাক্ষাৎ
সিলেটে কিশোর তপু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক ৩
অ্যাশেজের দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়া দলে নেই কামিন্স
খালেদা জিয়ার আরোগ্য কামনায় বগুড়ায় হিন্দু সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা
আগুনে ক্ষতিগ্রস্ত কড়াইলবাসীর জন্য জরুরি মানবিক সেবাকেন্দ্র চালু আনসার-ভিডিপির
১০