বাসস
  ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১৮
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৭

যুব গেমস : দাবা শুরু

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি, ২০২৩(বাসস): বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩’র চুড়ান্ত পর্ব বা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আজ শুরু হয়েছে।  যদিও আগামীকাল সন্ধ্যা সাতটায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে গেমসের চুড়ান্ত পর্বের  আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দাবা  প্রতিযোগিতা শুরু হয়েছে।
আজ বিকালে জাতীয় ক্রীড়া পরিষদের(এনএসসি) দাবা ফেডারেশনের হল রুমে দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন বিওএ উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু। এ সময় দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক ও কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 
আজ প্রথম রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়।