শিরোনাম
ঢাকা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩(বাসস): বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন(বিওএ) আয়োজিত ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসে’ পদক জয়ী সাইক্লিস্ট মাশরাফি হোসেন মারুফের অকাল মৃত্যুতে(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন) গভীর শোক প্রকাশ করেছেন বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। চলমান যুব গেমসে রংপুর বিভাগের হয়ে অংশ নেয়া মারুফ গত ২৭ ফেব্রুয়ারি খেলা শেষে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় নিহত হন। তার বয়স হয়েছিল ১৬ বছর। তিনি শেখ কামাল যুব গেমসে সাইক্লিং ডিসিপ্লিনে ২টি রৌপ্য ও ১টি তাম্র পদক লাভ করেন।