পেরেরার দুর্দান্ত সেঞ্চুরি সত্ত্বেও হার এড়াতে পারলো না ঢাকা

বাসস
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ২১:২০ আপডেট: : ০৩ জানুয়ারি ২০২৫, ২৩:২৮

ঢাকা, ৩ জানুয়ারি ২০২৫ (বাসস) : শ্রীলংকার থিসারা পেরেরার দুর্দান্ত সেঞ্চুরির পরও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১১তম আসরে হার এড়াতে পারলো না ঢাকা ক্যাপিটাল।  এর আগে টানা দুই পরাজয়ের পর আজ টুর্নামেন্টের অষ্টম ও নিজেদের তৃতীয় ম্যাচে খুলনা টাইগার্সের কাছে ২০ রানে হেরেছে ঢাকা। দুই ম্যাচের দু’টিতেই জিতে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে উঠলো খুলনা। ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রংপুর রাইডার্স।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট হাতে নেমে ওপেনার মোহাম্মদ নাইমের ঝড়ো ইনিংসের সুবাদে উদ্বোধনী জুটিতে ২৯ বলে ৪৯ রান পায় খুলনা টাইগার্স।

নাইমকে থামিয়ে ঢাকাকে প্রথম ব্রেক-থ্রু এনে দেন শ্রীলংকার স্পিনার চাতুরাঙ্গা ডি সিলভা। ৭টি চারে ১৭ বলে ৩০ রান করেন নাইম।

নাইম ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দলীয়  ৯৩ রানে ষষ্ঠ উইকেট পতন হয় খুলনার।  এসময় আরেক ওপেনার অস্ট্রেলিয়ার উইলিয়াম বোসিসতো ২৬, মিডল অর্ডারে আফিফ হোসেন ১, আফগানিস্তানের ইব্রাহিম জাদরান ৫, অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ৮ ও পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ ৫ রানে আউট হন।

১৩তম ওভারে ষষ্ঠ উইকেট পতনের পর সপ্তম উইকেটে ২৯ বলে ৪৩ রানের জুটিতে খুলনাকে চাপমুক্ত করেন উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন ও জিয়াউর রহমান। ১৮তম ওভারে জিয়াকে আউট করে জুটি ভাঙেন পেসার মুস্তাফিজুর রহমান। ২টি চার ও ১টি ছক্কায় ১৫ বলে ২২ রান করেন জিয়া।

পরের ওভারে পেসার আবু জায়েদের বলে আউট হন অঙ্কন।  দ্রুত গতিতে ব্যাট চালিয়ে ১টি চার ও ২টি ছক্কায় ২২ বলে ৩২ রান করেন তিনি। আগের ম্যাচে চট্টগ্রাম কিংসের বিপক্ষে ১টি চার ও ৬টি ছক্কায় ২২ বলে ৫৯ রান করেছিলেন অঙ্কন।

ইনিংসের শেষ ওভারে আবু হায়দার ও নাসুম আহমেদ ২৩ রান তুলে ২০ ওভারে ৮ উইকেটে খুলনাকে ১৭৩ রানের পুঁজি এনে দেন।

যুক্তরাষ্ট্রের পেসার শুবম রঞ্জনের করা শেষ ওভারে আবু হায়দার ৩টি ছক্কা ও নাসুম আহমেদ ১টি চার মারেন।
৩টি ছক্কায় ৮ বলে আবু হায়দার ২১ এবং ৪ বলে ২টি বাউন্ডারিতে ৯ রানে অপরাজিত থাকেন নাসুম।
ঢাকার ডি সিলভা ২টি এবং বাকী ছয় বোলার ১টি করে উইকেট নেন।

জবাবে খুলনার দুই বোলার মিরাজ ও আবু হায়দারের বোলিং তোপে ৪১ রানে ৬ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে যায় ঢাকা। এসময় মিরাজ ৩টি ও আবু হায়দার ২টি উইকেট নেন।

দলকে লড়াইয়ে ফেরাতে ব্যাট হাতে ঝড় তোলেন অধিনায়ক শ্রীলংকান থিসারা পেরেরা। ৩৯ বলে হাফ-সেঞ্চুরি করার পর স্বদেশী  ডি সিলভাকে নিয়ে চার-ছক্কার ফুলঝুড়ি ফোটান পেরেরা। ইনিংসের শেষ বলে চার মেরে ৬০ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদ পান পেরেরা। তার সেঞ্চুরির পরও ৬ উইকেটে ১৫৩ রানের বেশি করতে না পারায় হারতে হয় ঢাকাকে।

৯টি চার ও ৭টি ছক্কায় ৬০ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন পেরেরা। সপ্তম উইকেট ডি সিলভার সাথে ৬৩ বলে অবিচ্ছিন্ন ১১২ রান যোগ করেন পেরেরা। ২০ বলে ১১ রানে অপরাজিত থাকেন ডি সিলভা।

খুলনার মিরাজ ৩টি ও আবু হায়দার ২টি উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
বর্ষা আসলেই বাঁধ ভাঙে, শঙ্কায় তিস্তা পারের মানুষ, দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি রংপুরবাসীর
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা
১০