বিপিএল ১১তম আসরের প্রথম সেঞ্চুরিয়ান উসমান

বাসস
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১৭:৫৫

ঢাকা, ৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে ১১তম আসরের প্রথম সেঞ্চুরিয়ান হলেন চট্টগ্রাম কিংসের পাকিস্তানী ব্যাটার উসমান খান।

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের সপ্তম ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে সেঞ্চুরি করেন উসমান। বিপিএল ইতিহাসে ৩৩তম সেঞ্চুরি এটি।২১ বলে হাফ-সেঞ্চুরি ও ৪৮ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন উসমান। এরমধ্যে ২০২৩ সালের বিপিএলেও সেঞ্চুরি করেছিলেন উসমান। মিরপুরে খুলনা টাইগার্সের বিপক্ষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ৫৮ বলে ১০৩ রান করেছিলেন এ ব্যাটার। 

বিপিএলে নিজের দ্বিতীয় সেঞ্চুরির ইনিংসে ৬২ বলে ১২৩ রান করেন উসমান। ১৩টি চার ও ৬টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান তিনি।

এবারের সেঞ্চুরিতে বিপিএলে মঞ্চে চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস নজির গড়েন উসমান। সর্বোচ্চ রানের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের। ২০১৭ সালের আসরের ফাইনালে মিরপুর ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে রংপুর রাইডার্সের হয়ে শতক হাঁকিয়েছিলেন গেইল।

চলতি বিপিএলে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ৯৪ রান পর্যন্ত যেতে পেরেছিলেন রাজশাহী ইয়াসির আলি। মিরপুরে ফরচুন বরিশালের বিপক্ষে ৪৭ বলে অপরাজিত ৯৪ রান করেছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রুটের রেকর্ড ইনিংসে বড় লিডের পথে ইংল্যান্ড
কারফিউ ভেঙে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে
ময়মনসিংহে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ
ছয় শতাধিক কর্মী নিয়ে ডিএসসিসির মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান
বাংলাদেশের সাথে ব্যবসায়িক ও অর্থনৈতিক চুক্তি করতে চায় ব্রাজিল
মহেশপুরে বিজিবির অভিযানে স্বর্ণের বার উদ্ধার
ট্রাম্প ও ইইউ প্রধানের বৈঠক রোববার : বাণিজ্য চুক্তি চূড়ান্তের উদ্যোগ
ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক এ জেড. এম. শামসুল আলম আর নেই
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
উত্তরপত্র মূল্যায়নে অবহেলায় ৮ পরীক্ষককে আজীবনের জন্য অব্যাহতি
১০