বিপিএল ১১তম আসরের প্রথম সেঞ্চুরিয়ান উসমান

বাসস
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১৭:৫৫

ঢাকা, ৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে ১১তম আসরের প্রথম সেঞ্চুরিয়ান হলেন চট্টগ্রাম কিংসের পাকিস্তানী ব্যাটার উসমান খান।

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের সপ্তম ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে সেঞ্চুরি করেন উসমান। বিপিএল ইতিহাসে ৩৩তম সেঞ্চুরি এটি।২১ বলে হাফ-সেঞ্চুরি ও ৪৮ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন উসমান। এরমধ্যে ২০২৩ সালের বিপিএলেও সেঞ্চুরি করেছিলেন উসমান। মিরপুরে খুলনা টাইগার্সের বিপক্ষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ৫৮ বলে ১০৩ রান করেছিলেন এ ব্যাটার। 

বিপিএলে নিজের দ্বিতীয় সেঞ্চুরির ইনিংসে ৬২ বলে ১২৩ রান করেন উসমান। ১৩টি চার ও ৬টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান তিনি।

এবারের সেঞ্চুরিতে বিপিএলে মঞ্চে চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস নজির গড়েন উসমান। সর্বোচ্চ রানের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের। ২০১৭ সালের আসরের ফাইনালে মিরপুর ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে রংপুর রাইডার্সের হয়ে শতক হাঁকিয়েছিলেন গেইল।

চলতি বিপিএলে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ৯৪ রান পর্যন্ত যেতে পেরেছিলেন রাজশাহী ইয়াসির আলি। মিরপুরে ফরচুন বরিশালের বিপক্ষে ৪৭ বলে অপরাজিত ৯৪ রান করেছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০