বিপিএল ১১তম আসরের প্রথম সেঞ্চুরিয়ান উসমান

বাসস
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১৭:৫৫

ঢাকা, ৩ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে ১১তম আসরের প্রথম সেঞ্চুরিয়ান হলেন চট্টগ্রাম কিংসের পাকিস্তানী ব্যাটার উসমান খান।

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের সপ্তম ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে সেঞ্চুরি করেন উসমান। বিপিএল ইতিহাসে ৩৩তম সেঞ্চুরি এটি।২১ বলে হাফ-সেঞ্চুরি ও ৪৮ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন উসমান। এরমধ্যে ২০২৩ সালের বিপিএলেও সেঞ্চুরি করেছিলেন উসমান। মিরপুরে খুলনা টাইগার্সের বিপক্ষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে ৫৮ বলে ১০৩ রান করেছিলেন এ ব্যাটার। 

বিপিএলে নিজের দ্বিতীয় সেঞ্চুরির ইনিংসে ৬২ বলে ১২৩ রান করেন উসমান। ১৩টি চার ও ৬টি ছক্কায় নিজের ইনিংসটি সাজান তিনি।

এবারের সেঞ্চুরিতে বিপিএলে মঞ্চে চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস নজির গড়েন উসমান। সর্বোচ্চ রানের রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের। ২০১৭ সালের আসরের ফাইনালে মিরপুর ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে রংপুর রাইডার্সের হয়ে শতক হাঁকিয়েছিলেন গেইল।

চলতি বিপিএলে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ৯৪ রান পর্যন্ত যেতে পেরেছিলেন রাজশাহী ইয়াসির আলি। মিরপুরে ফরচুন বরিশালের বিপক্ষে ৪৭ বলে অপরাজিত ৯৪ রান করেছিলেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের নির্বিঘ্নে এলডিসি উত্তরণে ডব্লিউটিওর পূর্ণ সমর্থন কামনা প্রধান উপদেষ্টার
ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
ইতালিতে চাকরির প্রলোভনে শত কোটি টাকার প্রতারণা : চক্রের মূলহোতা নারী গ্রেফতার
আহত ফায়ার ফাইটারদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকে আসছেন চিকিৎসক : স্বরাষ্ট্র উপদেষ্টা
ঢাকা এয়ারপোর্টে ৭ হাজার ৫৮০ পিস ইয়াবাসহ মা-মেয়ে আটক
কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়ি দখলমুক্তকরণে দোকান উচ্ছেদের নির্দেশ
সৌদি আরবের গ্রান্ড মুফতির ইন্তেকালে জামায়াতের শোক
শারদীয় দুর্গোৎসবে গুজব রটনায় কঠোর ব্যবস্থা নেবে র‌্যাব : র‌্যাব মহাপরিচালক
ইশারা ভাষা দিবসে ডাকসুর মূকাভিনয় প্রদর্শনী ও কবিতা আবৃত্তি
বীর ফায়ার ফাইটার শামীম আহমেদ’র জানাজা সম্পন্ন
১০