বাসস
  ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৮

যুব গেমস : ভারোত্তোলনে শাম্মী, সোহান ও জয়দেবের রেকর্ড

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস) : বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের ভারোত্তোলনে রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন শাম্মী সুলতানা, মো. সোহান ও জয়দেব রায়।
আজ সেনা ক্রীড়া নিয়ন্ত্রন বোর্ডে অনুষ্ঠিত তরুণীদের ভারোত্তোলনে  ৫৫ কেজি ওজন শ্রেণিতে খুলনা বিভাগের শাম্মী সুলতানা স্ন্যাচ ৫০* ও ক্লিন অ্যান্ড জার্ক ৬২* মিলিয়ে রেকর্ড ১১২* কেজি উত্তোলন করে স্বর্ণ জিতেছেন। রংপুর বিভাগের অনন্যা রায় স্ন্যাচ ৪২ ও ক্লিন অ্যান্ড জার্ক ৫০ মিলিয়ে ৯২ কেজি উত্তোলন করে রৌপ্য এবং খুলনা বিভাগের আয়শা খাতুন স্ন্যাচ ৩৬ ও ক্লিন অ্যান্ড জার্কে ৪০ মিলিয়ে ৮১ কেজি ওজন তুলে পেয়েছেন ব্রোঞ্জ পদক।
তরুণ বিভাগের ৬১ কেজি ওজন শ্রেণিতে খুলনা বিভাগের মোঃ সোহান স্ন্যাচ ৯২* ক্লিন অ্যান্ড জার্ক ৯৭* মিলিয়ে রেকর্ড ১৮৭* কেজি ওজন তুলে স্বর্ণ, রংপুর বিভাগের জীবন চন্দ্র রায় স্ন্যাচ ৮২ ও ক্লিন অ্যান্ড জার্ক ৯৫ মিলিয়ে ১৭৭ কেজি ওজন তুলে রৌপ্য এবং ঢাকা বিভাগের আনিসুর রহমান অর্ক স্ন্যাচ ৭০ ও ক্লিন অ্যান্ড জার্ক ৮৫ মিলিয়ে ১৫৫ কেজি উত্তোলন করে ব্রোঞ্জ পদক পেয়েছেন।
একই বিভাগের ৬৭ কেজি ওজন শ্রেণিতে রংপুর বিভাগের জয়দেব রায় স্ন্যাচ ৯০* ও ক্লিন অ্যান্ড জার্ক ১১৫* মিলিয়ে রেকর্ড ২০৫* কেজি ওজন তুলে স্বর্ণ জিতেছেন। রাজশাহী বিভাগের মোঃ রাহিম স্ন্যাচ ৮০ ও ক্লিন অ্যান্ড জার্ক ১০৩ মিলিয়ে ১৮৩ কেজি ওজন তুলে রৌপ্য এবং খুলনা বিভাগের মাশরাফি ইসলাম স্ন্যাচ ৮৩ ও ক্লিন অ্যান্ড জার্ক ৯৩ মিলিয়ে ১৭৬ কেজি ওজন তুলে ব্রোঞ্জ পেয়েছেন।